Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে হাসবে গেইলের ব্যাট?


২১ জানুয়ারি ২০১৯ ১৬:৩৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিপিএলে তার ব্যাট হাসছে না। দিনের পর দিন গোমরা মুখে। যেন আঁড়ি পেতে বসে আছে। আঁড়ি ভেঙে আবার কবে হাসবে সেই নিশ্চয়তাও নেই। অথচ টি-টোয়েন্টিতে তিনি নিজেকে রাজা বলেই দাবী করেন। সেটা অবশ্য এমনি এমনি নয়। সংক্ষিপ্ততম সংস্করণের এই ক্রিকেটে ১২ হাজার রানের মালিক বলে কথা! বুঝতে পারছেন নিশ্চয়ই ক্রিস গেইলের কথা বলছি।

আশ্চর্যের বিষয় হলো গেল দুই মাসে এই টি-টোয়েন্টি দানবের ব্যাটে ত্রিশোর্ধ্ব রানের কোনো ইনিংস আসেনি। নিকটতম অতীতের সেই রানখরা অব্যাহত আছে বিপিএলের চলতি আসরেও। রংপুর রাইডার্সের জার্সিতে গেল পাঁচ ম্যাচ খেলা গেইলের ব্যাট থেকে এসেছে মোট ৩৯ রান। সর্বোচ্চ ২৩।

ঠিক এমনবস্থায় তার পাশে দঁড়ালেন সতীর্থ বেনি হাওয়েল। আশ্বস্ত করলেন গেইলের ব্যাটের গোমরা মুখ আর দেখতে হবে না। খুব শিগগিরই তা অট্টহাস্যে হেসে উঠবে। সেটা মঙ্গলবার (২২ জানুয়ারি) খুলনা টাইটান্সের বিপক্ষেই।

সোমবার (২১ জানুয়ারি) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের অনুশীলনে তিনি একথা বলেন। বেনি হাওয়েল বলেন, ‘আমরা কেবল একজনের পারফরম্যান্স নিয়ে ভাবছি না। দল হিসেবে আমরা কেমন করছি সেটিই বিবেচ্য। আমরা জানি গেলইল বড় স্কোর থেকে হাতছোঁয়া দূরত্বে আছে। আমরা আশা করি সেটি পরের ম্যাচেই সে দূরত্ব ঘুঁচে যাবে।’

রংপুর রাইডার্সের ডেরায় বিপিএলের গেল আসরের শুরুতেও নিদারুণ বাজে ফর্মে ছিলেন গেইল। শেষের দিকে আপন আলোয় উদ্ভাসিত হলে রংপুরকে প্রথম শিরোপা দিয়েই ফিরে যান এ টর্নেডো ব্যাটসম্যান।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ক্রিস গেইল বিপিএল ২০১৯ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর