Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রিস গেইল


৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আর এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ক্রিস গেইল।

জাতীয় দলের হয়ে গেইল সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের জুলাইয়ে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে মাঠে নামার পর থেকে আর জাতীয় দলের হয়ে ওয়ানডেতে মাঠে নামা হয়নি তার। এবার ইংলিশদের বিপক্ষে ওয়ানডে দিয়ে আবারো ফেরার সুযোগ থাকছে তার।

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সি উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। জাতীয় দলের হয়ে এবার ওয়ানডেতে অভিষেকের সুযোগ থাকছে তার। এর আগে জাতীয় দলের হয়ে ৮ট টি-টোয়েন্টি ম্যাচ খেলে একটি অর্ধশতকসহ ১৪৮ রান করেছেন পুরান।

আগামী ২০ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের মুখোমুখি হবে উইন্ডিজরা।

এরপর ২২ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয়, ২৫ ফেব্রুয়ারি তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর চতুর্থ ও পঞ্চম ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি ৩ মার্চ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে উইন্ডিজ একাদশ :

জেসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমেয়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলে নার্শ, কেমো পল, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, কিমার রোচ এবং ওশান থমাস।

সারাবাংলা/এসএন

ইংল্যান্ড ওয়ানডে ওয়েস্ট ইন্ডিজ

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর