বার্সার টার্গেট ইউনাইটেডের রাশফোর্ড
২২ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:০৪
।। স্পোর্টস ডেস্ক ।।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাশ রাশফোর্ড। হোসে মরিনহোর বিদায়ের পর ওলে সুলশারের অধীনে শুরুর একাদশে নিয়মিত মুখ এই ইংলিশ তারকা। ১২ ম্যাচে করেছেন ৮ গোল। দারুণ ছন্দে থাকা রাশফোর্ডের দিকে দৃষ্টি দিয়েছে স্প্যানিশ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ।
পূর্ণ চুক্তিতে না পেলেও রাশফোর্ডকে এক মৌসুমের জন্য ধারে চেয়েছিল রিয়াল। তবে, ইউনাইটেড ২১ বছর বয়সী এই তারকাকে ছাড়তে চায়নি। বরং ইংলিশ এই ফুটবলারের সঙ্গে নিজেরাই চুক্তি বর্ধিত করে। রিয়াল চুপ হয়ে গেলেও বসে থাকেনি বার্সা, প্রস্তাব পাঠিয়ে দিয়েছে ইউনাইটেডের কাছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, বিপুল অর্থ খরচ করেই রাশফোর্ডকে দলে টানতে চায় বার্সা। তাতে নাকি মন গলেছে ইউনাইটেডের। শর্ত আছে, বার্সার প্রস্তাবে কোনো রিলিজ ক্লজ রাখা যাবে না। বরং ইউনাইটেড তারকার জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করার কথা বলা হয়েছে।
তাতেও নাকি কাতালান ক্লাবটি রাজি। ইউনাইটেড একাডেমিতে বেড়ে ওঠা রাশফোর্ডকে পুরো এক মৌসুমের জন্য ধারে নিতে চায় মেসি-কুতিনহো-দেম্বেলে-সুয়ারেজদের বার্সা।
সারাবাংলা/এমআরপি