ডিপিএলে দেশি টি-টোয়েন্টির শিরোপা লড়াই
৩ মার্চ ২০১৯ ১৯:৫৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
শিরোপার আয়োজনটি দেশের ক্রিকেটে একেবারেই আনকোরা। দেশি ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি দক্ষতা বাড়াতে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই প্রথমবারের মতো আয়োজিত হলো ডিপিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা লিস্ট ‘এ’ ক্রিকেটের মর্যাদাও পেল। শুরুটা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। যেখানে অংশ নেয় ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ মৌসুমের ১২টি দল।
গ্রুপ পর্ব শেষ হয়েছে ২৮ ফেব্রুয়ারি। শুক্রবার (১ মার্চ) জমজমাট সেমির লড়াইয়ের মধ্য দিয়ে দুই ফাইনালিস্টও (শেখ জামাল ধানমন্ডি ক্লাব-প্রাইম দোলেশ্বর) পেয়ে যায় টুর্নামেন্টটি। এবার অপেক্ষা ফাইনালের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৪ মার্চ)সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। আর বিশ্বের যে কোনো জায়গা থেকে ক্রিকেটপ্রেমীরা ম্যাচটি সরাসরি দেখতে পাবেন র্যাবিটহোল ইউটিউব স্পোর্টস চ্যানেলে।
বলার অপেক্ষা রাখছে না ম্যাচটি দুই দলকেই প্রথম কোনো শিরোপার হাতছানি দিচ্ছে। কেননা ঢাকা লিগের কোনো আসরে শিরোপার মুখ দেখেনি শেখ জামাল। অনুরূপ প্রাইম দোলেশ্বরও। প্রাইম দোলেশ্বর ঢাকা লিগে দুইবারের রানার্স আপ। পক্ষান্তরে একবার দ্বিতীয়স্থান অধিকারের যোগ্যতা অর্জন করেছে শেখ জামাল।
এই টুর্নামেন্ট দিয়েই লিস্ট ‘এ’ ক্রিকেটে শিরোপার খেদ ঘোঁচাতে চাইবে দুই দলই। আর সেই মিশনে দারুণ প্রত্যয়ী শেখ জামাল অধিনায়ন নুরুল হাসান সোহান, ‘অবশ্যই জিততে চাই। আপনি দেখবেন যে, বাংলাদেশের জন্য এটা অন্যরকম টুর্নামেন্ট। ফার্স্ট ক্লাস ধরেন, লিস্ট ‘এ’ ক্যাটাগরি ধরেন, এটা অবশ্যই বড় একটা টুর্নামেন্ট। এমন একটা টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয়া অবশ্যই অন্যরকম আনন্দের। সবচেয়ে বড় কথা, এটা প্রিমিয়ার লিগের আগে প্রস্তুতির টুর্নামেন্ট। কালকের ম্যাচে যারা শতভাগ দিতে পারবে তারাই ভালো করবে।’
প্রত্যয়ের কমতি নেই প্রতিপক্ষ দলপতি প্রাইম দোলেশ্বরের ফরহাদ রেজারও। তবে সোহানের মতো ততটা উচ্চকিত তিনি নন। তার ভাষ্যে যেটা মনে হলো, আগ বাড়িয়ে কিছুই বলবো না। কে কেমন পারে সেটা মাঠেই দেখা যাবে, ‘দুইটা দলই সমান। টি-টোয়েন্টি খেলায় যে যেদিন ভালো খেলবে সেই জিতবে।’
** শেখ জামালকে প্রথমের আনন্দে ভাসাতে চান সোহান
** পা মাটিতেই রাখছেন দোলেশ্বর অধিনায়ক
সারাবাংলা/এমআরএফ/এমআরপি