দেশের পথে তামিম-মুশফিকরা
১৬ মার্চ ২০১৯ ১১:০৫
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের মসজিদে সন্ত্রাসী হামলায় বাতিল হয়ে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টা ও বাংলাদেশ সময় ভোর ৫টায় দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা।
এর আগে সংবাদমাধ্যমকে টাইগার দলের ম্যানেজার খালেদ মাসুদ জানিয়েছিলেন, শনিবার (১৬ মার্চ) স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় ভোর ৫টা) রওনা দেবে বাংলাদেশ দল। সিঙ্গাপুর এয়ারলাইনসে করে রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে ক্রিকেট দল।
আর বিসিবির দেওয়া তথ্যমতে, ১৫ ক্রিকেটারসহ ১৯ সদস্যের বাংলাদেশ দল ঢাকা ফিরবে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিজের একটি ছবি পোস্ট করে সেখানে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ্ ইনশাল্লাহ শেষমেশ আমরা দেশে ফিরছি।’
এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজে দেখা একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যায় ঢাকার উদ্দেশ্যে ফিরতে ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে পৌঁছেছে বাংলাদেশ দল।
https://www.facebook.com/bcbtigercricket/videos/387951898708020/
সারাবাংলা/এসএন/জেএএম
আরও পড়ুন : শনিবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল
তামিম-রিয়াদদের নিয়ে কোয়াবের উদ্বেগ
ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় প্রচণ্ড মর্মাহত: মাশরাফি
স্টেডিয়ামে আটকা পড়েছিলেন বাংলাদেশি সাংবাদিকরা
‘যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডই দুঃখজনক’
টাইগারদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাপনের ফোন
আমরা অনেক ভাগ্যবান: খালেদ মাসুদ পাইলট
‘যারা নিরাপত্তা নিশ্চিত করবে, তাদের ওখানেই খেলতে যাব’
তৃতীয় টেস্ট বাতিল, বাংলাদেশ দলের নিরাপত্তা জোরদার
নিউজিল্যান্ডে ক্রিকেটাররা নিরাপদে আছেন: বিসিবি
নিউজিল্যান্ড মসজিদে সন্ত্রাসী হামলা, অল্পে রক্ষা মুশফিক-তামিমের
বেঁচে গেছি, সবাই দোয়া করবেন: তামিম
ক্রাইস্টচার্চের মসজিদে গুলি, বেঁচে গেলেন তামিমরা
সারাবাংলা/এসএন