Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখে নিন টাইগারদের ত্রিদেশীয় সিরিজের সূচি


২২ মার্চ ২০১৯ ১৩:০২

নিউজিল্যান্ডের বিপক্ষে সফরে একেবারেই শূন্য হাতে ফিরতে হয়েছে টাইগারদের। তিম ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি ইনিংস ও রানের ব্যবধানে হারে টাইগাররা। সিতিজের শেষ টেস্টের আগে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার কারণে বাতিল করা হয় সিরিজের শেষ টেস্ট। টাইগারদের পরবর্তি সফর মে মাসে।

আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক আইরিশদের ত্রিদেশীয় সিরিজ। ইংল্যান্ড বিশ্বকাপের আগে এটিই হবে টাইগারদের শেষ প্রস্তুতি। তাই উইন্ডিজ ও আইরিশদের বিপক্ষে এই সিরিজটি দিয়ে নিজেদের সামর্থ্য যাচাই করতে পারবে মাশরাফি বিন মুর্তজার দল।

বিজ্ঞাপন

ত্রিদেশীয় এই সিরিজটি শুরু হবে ৫ মে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে। আর ৭ মে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আর ১৭ মে অনুষ্ঠিত হবে আসরের ফাইনাল।

এক নজরে দেখে নিন ত্রিদেশীয় সিরিজের সূচি:

৫ মে – আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ (ডাবলিন)

৭ মে – ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ (ডাবলিন)

৯ মে – আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড (ডাবলিন)

১১ মে – আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড (ডাবলিন)

১৩ মে – ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড (ডাবলিন)

১৫ মে – আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ (ডাবলিন)

১৭ মে – ফাইনাল, মালাহিড (ডাবলিন)

সারাবাংলা/এসএন

আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ সূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর