Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মরণীয় করে রাখতে চায় বিসিবি


২৬ মার্চ ২০১৯ ১৮:২৫

এক বছর পরেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। ২০২১ সালে ৫০ বছরে পা দিবে লাল-সবুজের ৫৬ হাজার বর্গমাইল। তার আগের বছর অর্থাৎ ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। দুটি বড় উৎসবকে স্মরণীয় করে রাখতে বিশেষ পদক্ষেপ নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশে আয়োজিত হতে পারে বিশ্বএকাদশ বনাম বাংলাদেশ একাদশের মধ্যকার ম্যাচ। অথবা একটি টুর্নামেন্টও আয়োজন করতে পারে বিসিবি। তবে এর সবই এখন বিসিবির প্রাথমিক ভাবনায় আছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ মার্চ) হোম অব ক্রিকেট মিরপুরে একথা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘সামনে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আছে। তার পরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই একটা পরিকল্পনা করেছি। আমরা ইতোমধ্যে এটা নিয়ে কথাবার্তা বলছি। আমরা এমন একটা কিছু করতে চাচ্ছি যেখানে সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন এক সাথে বসে দেখতে চায়। তবে এটা খুবই প্রিলিমিনারি স্টেইজে আছে, এখনো কারো সাথে আলাপ হয়নি।’

‘ম্যাচটি বিশ্ব একাদশ বনাম বাংলাদেশ একাদশ হতে পারে। কি করলে মাক্সিমান দেশের খেলোয়াড়, শুধু মাক্সিমাম দেশের খেলোয়াড় না, নাম করা খেলোয়াড় যারা আছে তাদেরকে কিভাবে আনা যায়, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে। এটা নিয়ে আলাপ করছি। যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, এখন কিছু কমিট করা তো প্রস্নই ওঠে না। প্রথমে আমরা চাচ্ছি আইসিসির স্বীকৃতি। তাহলে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। নেক্সট কাজ হচ্ছে, বড় বড় দেশের সাথে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড… এদের অংশগ্রহন নিশ্চিত করা।’

বিজ্ঞাপন

তবে এর সবই আন্তর্জাতিক সূচির ওপর নির্ভর করছে বলে জানান এই বিসিবি বস।

‘এ ধরনের কিছুই (বিশ্বকাপ একাদশ)। তবে সব কিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সবগুলো দেশকে পাওয়া খুব কঠিন। খেলা নেই এমন পাওয়া খুব কঠিন।’

সারাবাংলা/এমআরএফ/এসএন

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর