বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের দুই সেমি অনুষ্ঠিত
৩১ মার্চ ২০১৯ ১৯:২৭
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। একই মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে রংপুর বিভাগের নীলফামারী জেলার দক্ষিণ কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে হারিয়েছে রাজশাহী বিভাগ থেকে আসা পাবনা জেলার ২৫ নং পি শংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। আর রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করা সোনাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেছে রংপুর বিভাগ থেকে আসা টেপুরগাড়ি বি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সোমবার (১ এপ্রিল) একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা বিভাগ মোকাবেলা করবে সিলেট বিভাগের। আর বিকেলে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ বিভাগ মোকাবেলা করবে চট্টগ্রাম বিভাগের।
উল্লেখ্য, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করেই প্রাথমিক পর্যায়ের সকল শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে জাতীয়ভাবে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে। এছাড়া, ২০১১ সাল থেকে জাতির পিতার সহধর্মিণীর স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছে।
সারাবাংলা/এইচএ/এমআরপি