Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের ওপর ক্ষুব্ধ ব্রাজিলিয়ানরা


৬ এপ্রিল ২০১৯ ২০:০২

ইসরায়েল সফরের ঘোষণা দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেইমার। ব্রাজিলিয়ান ফুটবলের এই সুপারস্টারকে কদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দেওয়ায় নেইমারের ওপর ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলের রাজনীতিবিদ, ফুটবল ভক্তসহ অনেকেই।

গত জানুয়ারিতে ইনজুরিতে পড়ার পর নেইমার পুনর্বাসনের জন্য নিজ দেশ ব্রাজিলে ছিলেন। আপাতত ইনজুরি মুক্ত তিনি। হালকা অনুশীলন শুরু করেছেন পিএসজির এই তারকা। মাঠের বাইরে থাকলেও সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই নেইমারের। ইসরায়েলে যেতে চেয়ে যে ভিডিও বার্তা প্রকাশ করেছেন তা নিয়ে ব্রাজিল জুড়ে শুরু হয়েছে তোলপাড়।

বিজ্ঞাপন

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬৪ বছর বয়সী জাইর বোলসোনারো। নিজ দেশেই যিনি বিতর্কিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে তিনি চার দিনের সফরে সেখানে গিয়েছিলেন। এ সময় দুই বিতর্কিত নেতা এক ভিডিও বার্তা রেকর্ড করে নেইমার ও ব্রাজিলের সার্ফিং তারকা গ্যাব্রিয়েল মেদিনাকে ইসরায়েলে আসতে আমন্ত্রণ জানান।

সেই ভিডিও বার্তার প্রেক্ষিতে নেইমারও একটি ভিডিও বার্তা পাঠান। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে নেইমার বলেছেন ইসরায়েল সফরের কথা। সেখানে তিনি বলেছেন, ‘বেনিয়ামিন ও বোলসোনারো, আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। আমরা ইসরায়েল সফরে আসছি।’

আর তা নিয়েই ব্রাজিলে তোলপাড় শুরু হয়। অনেকেই নেইমারের ইসরায়েল সফরের ঘোষণাটি ভালো চোখে নেননি। ইসরায়েলের সাধারণ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নেইমারকে আমন্ত্রণের বিষয়টিকে অনেকে নেতানিয়াহুর নির্বাচনী প্রচারণার কৌশল বলেও মন্তব্য করেন।

বিজ্ঞাপন

অবশ্য ইসরায়েলে নেইমারের এটিই প্রথম সফর নয়। ২০১৩ সালে বার্সেলোনার হয়ে শান্তি সফরে ইসরায়েল গিয়েছিলেন। সেবার আর্জেন্টিনার দলপতি মেসিও ছিলেন ব্রাজিল তারকা নেইমারের সঙ্গে।

সারাবাংলা/এমআরপি

ইসরায়েল নেইমার ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর