Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড


১৮ এপ্রিল ২০১৯ ১৭:২৫

কিছুক্ষণ আগেই বিশ্বকাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। চমকের পর চমক দিয়ে দলগুলো নিজেদের দল ঘোষণা করছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ, ইংল্যান্ড আর শ্রীলঙ্কার পর দল ঘোষণা করলো ওয়ানডে বিশ্বকাপের আরেক ফেভারিট দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে প্রোটিয়া ক্রিকেট বোর্ডটি।

৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের প্রথম মিশনে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। পরের ম্যাচে ২ জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

স্কোয়াডে সুযোগ হয়নি ক্রিস মরিস, রেজা হেনড্রিকসের। সবশেষ কয়েকটি ওয়ানডেতে রান পাননি হেনড্রিকস। তবে, লিস্ট এ ক্রিকেটে দারুণ পারফর্মের কারণে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সী আনরিচ নরজে। জাতীয় দলের হয়ে মাত্র ৪টি ওয়ানডে খেলে ৮ উইকেট নেওয়া এই বোলার লিস্ট এ ম্যাচে খেলেছেন ৩৩ ম্যাচ, নিয়েছেন ৫২ উইকেট।

এদিকে, ৩০ বছর বয়সী ডানহাতি পেসার ডোয়াইন প্রিটোরিওয়াসকে সুযোগ দেওয়া হয়েছে। জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে তিনি নিয়েছেন ২৪ উইকেট। ৩০ বছর বয়সী ওপেনার রাসি ভ্যান ডুসেন জাতীয় দলের হয়ে ৯ ম্যাচে ৮৮.২৫ গড়ে রান তুলেছেন। যেখানে তার নামের পাশে আছে চারটি ফিফটি।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড:
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দেইল ফেলুকাওয়ো, ইমরান তাহির, কেগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিওয়াস, কুইন্টন ডি কক, আনরিচ নরজে, লুঙ্গি এনগিধি, আইডেন মার্কারাম, রাসি ভ্যান ডুসেন, হাশিম আমলা এবং তাবরাইজ সামসি।

সারাবাংলা/এমআরপি

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর