কালই রূপগঞ্জের উৎসবের দিন!
২০ এপ্রিল ২০১৯ ১৬:১০
ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে ১৪ ম্যাচে ১২ জয় ও ২ হারে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ। সমান সংখ্যক ম্যাচে ১১ জয় ৩ হারে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থেকে তাদের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। সুপার লিগে রোববারের (২১ এপ্রিল) হাইভোল্টেজ ম্যাচটিতে আবাহনীকে হারাতে পারলেই ব্যাস। এক ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা উৎসব করবে রূপগঞ্জ।
আর সেটা না হলে, অর্থাৎ ম্যাচটিতে আবাহনী জিতে গেলে, দুই দলের পয়েন্টই সমান হবে। সেক্ষেত্রে নাফিস-মুমিনুলদের শিরোপার অপেক্ষা বাড়বে। তাকিয়ে থাকতে হবে ২৩ এপ্রিলের শেষ ম্যাচটির দিকে।
উল্লেখ করার মতো বিষয় হলো, এমন মারমার কাটকাট সমীকরণের সামনে দাঁড়িয়েও বাড়তি চাপ নিচ্ছেন না রূপগঞ্জ হেড কোচ আফতাব আহমেদ। বরং শিষ্যদের পরামর্শ দিচ্ছেন কোনো চাপ ছাড়াই খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের মোকাবেলা করতে, ‘আমরা অনেক রিল্যাক্স। আমাদের কোনো চাপ কাজ করছে না। কারণ আমরা এখন পর্যন্ত যা ফলাফল করেছি আলহামদুলিল্লাহ। আমাদের দুই পয়েন্ট করে লক্ষ্য। আর সেভাবেই যাবো। প্রতিপক্ষ দলের ব্যাপারটি আমি বলতে পারবো না। ওরা কতটুকু কিভাবে আছে সেটি ওরাই ভালো বলতে পারবে।’
একে তো শিরোপ নির্ধারণী ম্যাচ, তার উপর প্রতিপক্ষ আবাহনী। যেখানে জাতীয় দলের ৮ প্লেয়ারকে প্রতি ম্যাচেই একাদশে দেখা যায়। এমন একটি দলকে হারের গ্লানি উপহার দেয়া সে তো সহজ কাজ নয়। অসম্ভব সেই কাজটিকে সম্ভব করতে হলে রূপগঞ্জ একাদশকে নিজেদের শতভাগ ঢেলে দিতে হবে। আর তা না হলে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
আফতাব অবশ্য ম্যাচটিকে এতটা সিরিয়াসলি নিচ্ছেন না। বরং লিগ পর্বের মোকাবেলায় আকাশী-নীলদের হারের যন্ত্রণা উপহার দেয়ায় এই ম্যাটিতেও তাকে নির্ভারই মনে হলো, ‘দেখুন আমরা কিন্তু প্রথম ম্যাচটি ভালোভাবেই জিতেছি। যেটি আমি প্রথমেই বললাম যে আমরা কোনো ম্যাচই ম্যাচ হিসেবে নিচ্ছি না। আমাদের লক্ষ্য এবং স্লোগানই একটি যে, আমরা দুই পয়েন্ট নিয়ে এগুবো। আমরা প্রতিপক্ষ দলকে ফলো করছি না। টেবিলের যে দুই পয়েন্ট আছে সেটিতে গুরুত্ব দিচ্ছি।’
রোববার (২১ এপ্রিল) বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
** সুপার লিগে আবাহনীর জয়, তাসকিনের প্রত্যাবর্তন