Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধের আড়ালে টিকিট নিয়ে খেলা


২০ এপ্রিল ২০১৯ ১৮:৪৮

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এই খেলা শুরু হয়েছিল। টিকিট নিয়ে খেলা চলছে সেমি ফাইনালেও। দুই রাউন্ডের কমন দল বার্সেলোনা। যারা এবার যে কোনো উপায়েই ট্রেবল শিরোপা জিততে মরিয়া। কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে মেসির দল জায়গা করে নিয়েছে সেমি ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। পোর্তোকে উড়িয়ে দিয়ে সেমিতে নাম লিখিয়েছে লিভারপুল।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে মাঠের যুদ্ধে নামার আগে বার্সা আরেকটি যুদ্ধে নামিয়ে দিয়েছিল ইংলিশ ক্লাবটির সমর্থকদের। ন্যু ক্যাম্পে ফিরতি লেগে বার্সা কর্তৃপক্ষ চড়া মূল্যে টিকিটের দাম হাঁকিয়েছিল। ইউনাইটেডের সমর্থকরা বাধ্য হয়েই চড়া মূল্যে টিকিট কেটে দ্বিতীয় লেগের খেলা দেখতে এসেছিল। আর প্রথম লেগে ইউনাইটেডের টিকিট বিক্রিতে যে লাভ হয়েছিল ফিরতি লেগে বাড়তি পয়সা দিয়ে খেলা দেখতে যাওয়া সমর্থকদের মাঝে পরে সেটি বিলি করা হয়েছিল।

বিজ্ঞাপন

ইউনাইটেডের সমর্থকরা টিকিট কেটেছিল ১০২ পাউন্ড দিয়ে। যা ঘরের বাইরে খেলা দেখতে যাওয়া ইউনাইটেড সমর্থকদের জন্য সর্বোচ্চ বেশি মূল্য দিয়ে কাটা টিকিট।

এবার সেমি ফাইনালের প্রথম লেগে বার্সার বিরুদ্ধে আতিথ্য নেবে গতবারের রানার্সআপ লিভারপুল। বার্সার মাঠে খেলা দেখতে আসা লিভারপুলের সমর্থকদের কাছেও চড়া মূল্যে টিকিট বিক্রি করেছে কাতালান ক্লাবটির কর্তৃপক্ষ। বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে যাবেন লিভারপুলের ৪ হাজার ৬২০ জন সমর্থক। তাদের কাছে টিকিটের দাম ধরা হয়েছে ১০২ পাউন্ড বা ১১৯ ইউরো। লিভারপুল কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও দাম কমায়নি বার্সা।

কাতালানদের এমন কাণ্ডে লিভারপুলও তাদের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় লেগের টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলা দেখতে যাওয়া বার্সা সমর্থকদের গুণতে হবে ওই ১০২ পাউন্ড করেই। যেখানে লিভারপুলের স্বাভাবিক টিকিটের দাম নির্ধারিত ছিল আরও কম। তাতে লিভারপুলের টিকিট প্রতি লাভ হবে ২৭ পাউন্ড বা ৩১ ইউরো করে। লাভের এই ২৭ পাউন্ড বিলিয়ে দেওয়া হবে যারা প্রথম লেগে বার্সার মাঠে বাড়তি টাকা দিয়ে খেলা দেখতে যাবেন তাদের মাঝে।

২ মে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে সেমি ফাইনালের প্রথম লেগে দুই দল মুখোমুখি হবে। ৮ মে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে যাবে বার্সা। অন্য সেমি ফাইনালে ইংলিশ ক্লাব টটেনহ্যামের মুখোমুখি হবে নেদারল্যান্ডসের জায়ান্ট আয়াক্স।

সারাবাংলা/এমআরপি

** আয়াক্স যেন এ মৌসুমে ফিনিক্স পাখি

চ্যাম্পিয়ন্স লিগ বার্সা লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর