Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুটির রেকর্ডেও সেরা সৌম্য


২৩ এপ্রিল ২০১৯ ১৮:৫০ | আপডেট: ২৩ এপ্রিল ২০১৯ ১৯:৩৮

শেখ জামালের বিপক্ষে ১৬ ছক্কা মেরে দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে শীর্ষে আবাহনীর ওপেনার সৌম্য সরকার। ছাপিয়ে গেছেন নিজেকে, মাশরাফি ও সাইফকেও। এক ইনিংসে এই ফরম্যাটের ক্রিকেটে তাদের ১১টি ছক্কাই ছিল সর্বোচ্চ। যা হোক, ছক্কায় দেশ সেরার দিনে জুটির রেকর্ডেও সেরা সৌম্য।

কেননা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জহুরুল ইসলাম ও সৌম্যর মধ্যকার ৩১২ রানের জুটিই লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের যে কোনো উইকেটে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

এর আগে ২০০৭ সালে ফতুল্লায় চট্টগ্রাম বিভাগের হয়ে রাজশাহী বিভাগের বিরুদ্ধে তৃতীয় উইকেটে ধীমান ঘোষ ও মাহবুবুল করিমের ২৯০ রানই এতদিন দেশের সর্বোচ্চ রানের জুটি ছিল।

তৃতীয় সর্বোচ্চ ২৭৬ রানের জুটিটি গড়েছিলেন মুমিনুল হক এবং অরবিন্দ ডি সিলভা। ২০১৩ সালে বগুড়ায় আবাহনীর বিপক্ষে চতুর্থ উইকেটে অনবদ্য এই জুটিটি এসেছিল প্রাইম দোলেশ্বরের এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** সৌম্যর পাগলাটে ব্যাটে শিরোপার হাসি আবাহনীর
** সৌম্যর ডাবলে তছনছ রেকর্ড বইয়ের পাতা

জুটি ডিপিএল ২০১৯ রেকর্ড সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর