Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিম-গোল্ড বিহীন টাইগারদের ম্যাচের আম্পায়ার তালিকা


২৭ এপ্রিল ২০১৯ ১৮:২৫

অস্ট্রেলিয়া বিশ্বকাপে বাংলাদেশ পেয়েছিল ইতিহাসের সেরা প্রাপ্তি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের ইতি টানতে হয়েছিল হতাশার মধ্য দিয়েই। কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে ম্যাচে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে বিদায় নিয়েছিল টাইগাররা।

এবার আইসিসি সে বিতর্ককে আমলে নিয়েছে বেশ ভালভাবেই। তাই তো গতবারের বিতর্কিত দুই আম্পায়ার পাকিস্তানের আলিম দার এবং ইংল্যান্ডের ইয়ান গোল্ডকে দেয়া হয়নি বাংলাদেশের কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব।

বিজ্ঞাপন

দু’জনের কেউই বাংলাদেশের কোনো ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন না। যদিও টিভি আম্পায়ার হিসেবে আলিম দারকে দেখা যাবে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ভারতের বিপক্ষের তিনটি ম্যাচে।

বাংলাদেশ ম্যাচের আম্পায়ার তালিকা

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ: ২ জুন ওভাল ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: জোয়েল উইলসন, পল রেইফেল
টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ৫ জুন ওভাল ৬:৩০
অন ফিল্ড আম্পায়ার: পল রেইফেল, ব্রুস অক্সেনফোড
টিভি আম্পায়ার: জোয়েল উইলসন

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ: ৮ জুন কার্ডিফ ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: ব্রুস অক্সেনফোড

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: ১১ জুন ব্রিস্টল ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড ক্যাটেলব্রো
টিভি আম্পায়ার: আলিম দার

বাংলাদেশ বনাম উইন্ডিজ ম্যাচ: ১৭ জুন টানটন ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: রড টাকার, সুন্দরাম রবি
টিভি আম্পায়ার: জোয়েল উইলসন

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: ২০ জুন নটিংহাম ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড ক্যাটেলব্রো, মাইকেল গফ
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ

বিজ্ঞাপন

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: ২৪ জুন সাউথাম্পটন ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড ক্যাটেলব্রো, মাইকেল গফ
টিভি আম্পায়ার: আলিম দার

বাংলাদেশ বনাম ভারত ম্যাচ: ২ জুলাই এজবাস্টন ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: রুচিরা পালিয়াগুরুগে, মারাইস ইরাসমাস
টিভি আম্পায়ার: আলিম দার

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: ৫ জুলাই লর্ডস ৩:৩০
অন ফিল্ড আম্পায়ার: রিচার্ড ক্যাটেলব্রো, মাইকেল গফ
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ

তবে গ্রুপ পর্বের বাঁধা পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে আলিম দার কিংবা ইয়ান গোল্ডকে দেখা যেতে পারে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং করতে।

সারাবাংলা/এসএস

টাইগার বিশ্বকাপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর