ত্রিদেশীয় সিরিজে তিন দলের স্কোয়াড-সূচি
৩০ এপ্রিল ২০১৯ ২০:৪৫
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে বুধবার (১ মে) ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আগামী ৫ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সেখানে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এরপর দুটি দল উঠবে ফাইনালে। বিশ্বকাপের আগে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি হচ্ছে নিজেদের ঝালিয়ে নেওয়ার টুর্নামেন্ট।
সিরিজকে সামনে রেখে ক্যারিবীয়ানরা সবার আগে দল ঘোষণা করে। এরপর বিশ্বকাপের স্কোয়াডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড দেয় বাংলাদেশ। সবশেষ স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। আইরিশরা নিজেদের প্রথম দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে। এই স্কোয়াড থেকে একাদশ সাজিয়ে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে আইরিশরা। এরপর আইরিশদের ‘এ’ দল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচের পারফরম্যান্স দেখে আইরিশরা ঘোষণা করবে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ভাগের স্কোয়াড।
আগামী ৫ মে থেকে ১৭ মে পর্যন্ত ডাবলিনে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। ৫ মে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে। তিন দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার পর ১৭ মে হবে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল খান, সৌম্য সরকার, সাইফউদ্দিন, আবু জায়েদ চৌধুরী রাহি, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান রোমান, ইয়াসির আলি চৌধুরী, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা।
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার, জন ক্যাম্পবেল, ড্যারেন ব্রাভো, শাই হোপ, সেলডন কর্টেল, শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ, সুনীল অ্যামব্রিস, রায়মন রেইফার, ফ্যাবিয়েন অ্যালেন, আশলে নার্স, রোস্টন চেজ, শেন ডরউইচ ও জোনাথন কার্টার।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, টিম মারটাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড রানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, লর্কান টাকার, গ্যারি উইলসন।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
৫ মে: ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ
৯ মে: আয়ারল্যান্ড-বাংলাদেশ
১১ মে: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
১৩ মে: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
১৫ মে: বাংলাদেশ-আয়ারল্যান্ড
১৭ মে: ফাইনাল
সারাবাংলা/এমআরপি
** নানা পরামর্শে টাইগারদের উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী