Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক জয়ের মুহূর্তগুলো


১৮ মে ২০১৯ ১৩:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ট্রফি জয়ের স্বাদ। সৌম্য-মোসাদ্দেক ঝড়ে নতুন ইতিহাস লিখেছে টাইগাররা। কঠিন লক্ষ্য সামনে রেখেও মাশরাফি বাহিনী বিশ্বাস হারায়নি। উইন্ডিজদের বিপক্ষে ২৪ ওভারে ২১০ রান করতে হতো লাল-সবুজের জার্সি গায়ে খেলতে নামা সৌম্য-তামিম-মুশফিকদের। বাংলাদেশ জিতল ৫ উইকেট আর ৭ বল হাতে রেখেই। সপ্তমবারে এসে ফাইনালের দীর্ঘ যন্ত্রণাময় অপেক্ষার অবসান ঘটলো। অবশেষে ধরা দিল আন্তর্জাতিক ট্রফি।

ডাবলিনের মালাহাইডে শুরুতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০.১ ওভারে ১৩১ রান করার পর খেলা বন্ধ হয় বৃষ্টিতে। প্রায় সোয়া পাঁচ পর খেলা শুরু হলেও ম্যাচ নেমে আসে ২৪ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ তোলে ১ উইকেটে ১৫২ রান। ডাকওয়ার্থ-লুইসে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২১০। সেই কঠিন লক্ষ্য তাড়ায় বাংলাদেশ জিতেছে ফেভারিটের মতোই। চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে নিয়েছে অপরাজিত থেকে।

বিজ্ঞাপন

এই ত্রিদেশীয় সিরিজে টাইগারদের দমাতে পারেনি উইন্ডিজ-আইরিশরা। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় তুলে নিয়েছে মাশরাফি-তামিম-মুশফিকরা। ফাইনালে নামার আগে আইরিশদের বিপক্ষে এক ম্যাচ খেলে সেটিতেও জয়। বিশ্বকাপে নামার আগে এমন শিরোপা জয় টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে নিশ্চিত।

অল-উইকেট

মোসাদ্দেকের দৃষ্টি জুড়ানো ক্যামিও ইনিংস

সৌম্য সরকারের ঝড়

প্রাইজগিভিং, টাইগারদের হাতে প্রথম শিরোপা

দেখে নিন তার আগের উইনিং মোমেন্ট

সারাবাংলা/এমআরপি

ঐতিহাসিক জয় টাইগার ত্রিদেশীয় সিরিজ ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর