বিশ্বকাপের দশ জানা-অজানা
২৭ মে ২০১৯ ১৭:২২
বিশ্ব ক্রিকেটের সেরা দশ দল নিয়ে শুরু হচ্ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই মেগা ইভেন্টের আকর্ষণীয় দিক হলো-দশটি দল একে অন্যের মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্টধারী চারটি দল উঠবে সরাসরি সেমি ফাইনালে। ৩০ মে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। ফাইনাল ১৪ জুলাই।
স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও এই বিশ্ব ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বযুদ্ধের আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপের ১০টি জানা-অজানা দিক।
১। ওয়ানডে বিশ্বকাপের প্রথম তিনটি আসর হয়েছিল ৬০ ওভারের। ১৯৭৫, ১৯৭৯ এবং ১৯৮৩ সালে। প্রথম দুটি আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর ১৯৮৩ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ার দেশ ভারত।
২। তিন আসর পর ১৯৮৭ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডের বাইরে চলে আসে। সেবার ভারত আর পাকিস্তান ছিল বিশ্বকাপের আয়োজক।
৩। ১৯৯২ সালে বিশ্বকাপের পঞ্চম আসর বসে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে। সেবারই প্রথম ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়েছিল সাদা বলে। এছাড়া, প্রথমবারের মতো খেলোয়াড়রা রঙিন জার্সিতে মাঠে নেমেছিল। শুধু তাই নয়, সেই আসরে দিবারাত্রির ম্যাচও রাখা হয়েছিল। আর সেই আসরে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
৪। অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা পর পর তিনটি বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয়। ক্যাঙ্গারুর দেশটি ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল।
৫। এবার ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে ১১ আসরের ফাইনালে সাতবারই আগে ব্যাট করা দল শিরোপা জিতেছে।
৬। সবশেষ দুই আসরের চ্যাম্পিয়নরা আগে ফিল্ডিং করে জিতেছে। ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারত জিতেছিল ৬ উইকেটে। আর সবশেষ ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের করা ১৮৩ রান চেজ করে ৭ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।
৭। মেগা এই ইভেন্টে এক ম্যাচে ৫ উইকেট নিতে দেখা গেছে ৫৪ বার। এর মধ্যে পেসাররাই ৫ উইকেট নিয়েছেন ৪৪ বার।
৮। এর আগে হয়ে যাওয়া ১১ বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ১১ ক্রিকেটার। যাদের মধ্যে ৬ জন ছিলেন ব্যাটসম্যান। দুজন বোলারও হয়েছেন ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়। আর বাকি তিন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার নিয়েছিলেন তিন অলরাউন্ডার।
৯। বিশ্বকাপের সর্বোচ্চ স্ট্রাইকরেটে ব্যাটিং করা শীর্ষ ১০ ব্যাটসম্যানের পাঁচজনই করেছেন গত বিশ্বকাপে।
১০। প্রথম পাঁচ বিশ্বকাপেই জিতেছিল আগে ব্যাট করা দল। ১৯৭৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে অস্ট্রেলিয়াকে, ১৯৭৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ৯২ রানে ইংল্যান্ডকে, ১৯৮৩ বিশ্বকাপে ভারত ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে, ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৭ রানে ইংল্যান্ডকে এবং ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তান ২২ রানে ইংল্যান্ডকে হারিয়েছিল।
সারাবাংলা/এমআরপি
** ওয়ানডেতে এশিয়ানদেরই জয়-জয়কার