অলিম্পিকের স্বপ্ন পূরণ করতে বাংলাদেশের লক্ষ্য ৮
৩১ মে ২০১৯ ২১:০৫
ঢাকা: টোকিওর অলিম্পিকে সুযোগ পেতে একটা লক্ষ্য অবশ্য পূরণ করতে হবে বাংলাদেশের। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে যে কোন ইভেন্টে জায়গা করে নিতে হবে কোয়ার্টার ফাইনালে। আশার বাণী হলো- গেল বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ এর সেমি ফাইনালে পদক লড়াইয়ে গিয়েছিল রোমান সানা-তামিমরা।
তবে এবার তার আগে নেদারল্যান্ডের বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের মেগা ইভেন্টে শেষ আট নিশ্চিত করতে হবে লাল-সুবজ আর্চারদের।
আগামী ৯ থেকে ১৬ জুন নেদারল্যান্ডসে হবে এই প্রতিযোগিতা। ঈদের পরপরই অলিম্পিক স্বপ্ন নিয়ে দেশ ছাড়বে মার্টিন ফ্রেডরিকের শিষ্যরা।
লক্ষ্যটা কতটা কঠিন জানালেন কোচ ফ্রেডরিক, ‘এই আসরে রেকর্ড সংখ্যক দেশ অংশ নিবে। সব সেরা আর্চাররা থাকবে। তাদের মধ্যে আমাদের সেরা আটে থাকতে হবে। আমরা আশাবাদী। ওরা অনুশীলনে ভালো স্কোরই করেছে।’
বাংলাদেশের রিকার্ভ দলীয় ইভেন্টের একটা বড় স্বপ্ন দেখছেন এই জার্মান কোচ। গেল বিশ্বকাপ আর্চারি স্টেজ-২ এর পারফর্মেন্স অন্তত সেই আশাটা দেখাচ্ছে রোমানরা।
রোমান সানার চোখেও অলিম্পিক ছাড়া কিছু নেই, ‘আমরা অলিম্পিক ছাড়া কিছুই ভাবছি না। অলিম্পিকের স্বপ্ন পূরণ করতে কোয়ার্টার ফাইনালে খেলতেই হবে আমাদের। আশা করি ভালো কিছুই হবে।’
সারাবাংলা/জেএইচ