মিনার্ভাকে হারিয়ে এএফসিতে ইতিহাস গড়লো আবাহনী
২৬ জুন ২০১৯ ১৮:৪৬
ঢাকা: ভিসা জটিলতায় ভারতে যেতে পারেনি সানডে সিজোবার। সেরা স্ট্রাইকারকে ছাড়াই এএফসি কাপে দেশের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো নক আউট পর্বে গেল ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়াই ভারতের ক্লাব মিনার্ভা পাঞ্জাবকে হারিয়ে দেশের ক্লাব ইতিহাসের দুর্দান্ত মাইলফলক ছুঁয়েছে আকাশি-হলুদরা। এএফসি কাপে জোনাল সেমি ফাইনাল বা নক আউট পর্ব নিশ্চিত করেছে মারিও লেমসের শীষ্যরা।
গোহাটিতে মিনার্ভা পাঞ্জাবকে রোমাঞ্চকরভাবে ১-০ ব্যবধানে হারিয়ে ই গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের নক আউট পর্বে পা রেখেছে ঢাকা আবাহনী। এই সাইঘানিই ত্রাতা হয়ে নেপালে মানাং মার্শিয়াংদিকে হারিয়ে আবাহনীকে জয় উপহার দিয়েছিল। তাছাড়া ঘরের মাঠেও চেন্নাইয়িন এফসিকে হারানোর ম্যাচেও দুর্দান্ত ফ্রিকিক থেকে গোল উপহার দিয়েছিলেন এই আফগান রক্ষণভাগের ফুটবলার। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোন ক্লাব এমন কীর্তি গড়লো।
আজ বুধবার (২৬ জুন) গোহাটির ইন্দ্রিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় ম্যাচের অতিরিক্ত সময়ে আবাহনীর আফগান ডিফেন্ডার মাশিহ সাইঘানির একমাত্র গোলে জয়ের পাশাপাশি দেশের ক্লাব ইতিহাসে ঐতিহাসিক মুহূর্তের জন্ম দিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।
ইতিহাস নিশ্চিত করতে ড্র তো করতেই হবে সঙ্গে জিততে হবে প্রাথমিকভাবে এমন সমীকরণকে সামনে রেখেই টানা ৫ ম্যাচ পরাজয়হীন মিনার্ভার মুখোমুখি হয়েছিল আবাহনী।
এদিকে নেপালের মাটিতে চেন্নাইয়িন এফসিও ৩-২ ব্যবধানে কাঙ্খিত জয় পেয়েছে। একই সময়ে তাই অঘোষিতভাবে ম্যাচটা জিততেই হতো আবাহনীকে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে অর্থাৎ অতিরিক্ত সময়ে সাইঘানির গোলে জয় পেয়েছে আবাহনী। সঙ্গে ই গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করে এএফসির নক আউট পর্ব অর্থাৎ জোনাল সেমি ফাইনাল নিশ্চিত করেছে আকাশি-হলুদরা।
দেশের ফুটবলের সুদিন ফিরলো বলে। একদিকে যেখানে জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইপর্বের মূল পর্ব নিশ্চিত করেছে অন্যদিকে ক্লাব পর্যায়ে প্রথমবার এএফসি কাপে নক আউট পর্বে পা রেখেছে আবাহনী। এটাকে সুদিনই বলা যায়।
আরও পড়ুন: সানডেকে ছাড়াই ইতিহাস গড়তে উন্মুখ আবাহনী
সারাবাংলা/জেএইচ/এসএস