অফিসিয়াল ফেইসবুক পেজ সাময়িক বন্ধ রেখেছেন তামিম
৬ জুলাই ২০১৯ ১৬:০৯
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের যাত্রার সমাপ্তি পাকিস্তানের বিপক্ষে হেরে। অপ্রত্যাশিত ভাবে হেরেই বিশ্বকাপ শেষ করলো টাইগাররা। আর তাই তো এখন তোপের মুখে টাইগার ক্রিকেটাররা। আর সমর্থকদের ক্ষোভ প্রকাশের একমাত্র মঞ্চ সামাজিক যোগাযোগ মাধ্যম।
আর এই সমালোচনা কিংবা ক্ষোভ সামলাতে না পেরে নিজের অফিসিয়াল ফেইসবুক পেজ সাময়িক ভাবে বন্ধ রেখেছেন তামিম ইকবাল। টাইগাররা সমর্থকদের রোষানলে পড়েছেন ভারতের বিপক্ষে রোহিত শর্মার ক্যাচ মিসের পর থেকেই।
বিশ্বকাপ জুড়েও দেখাতে পারেননি ব্যাট হাতে কোনো ঝলক। আর টাইগারদের দ্রুত বিদায়ের সব দোষ তাই সমর্থকরা চাপাচ্ছেন তামিমের ওপর। ব্যাট হাতে তামিমের এই বিশ্বকাপে মোট সংগ্রহ মাত্র ২৩৫ রান। আর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৬২ রান। আর তাই তো সমালোচনার মুখে পড়েছেন এই ওপেনার। এসব সমালোচনা এবং উষ্কানি মূলক মন্তব্য থেকে বাঁচতে নিজের ফেইসবুক পেজ বন্ধ করে রেখেছেন তামিম।
শনিবার (৬ জুলাই) রাতে দেশে এসে পৌঁছাবেন টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।
আরও পড়ুন: এত ভাল তবুও খারাপ তামিম!
সারাবাংলা/এসএস
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ টাইগার তামিম ইকবাল ফেইসবুক পেজ বন্ধ বাংলাদেশ