Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর টেস্টে ফিরলেন সাব্বির, বাদ সানজামুল


৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৩৮

স্টাফ করেসপন্ডেন্ট

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও নেই দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরি থাকায় সাকিব থাকছেন না, তা জানা ছিল আগেই। মিরপুর টেস্টের দলে ফিরেছেন সাব্বির রহমান, বাদ পড়েছেন সানজামুল ইসলাম।

এক টেস্ট খেলার পরেই বাদ পড়লেন সানজামুল, নতুন করে দলে এসেছেন সাব্বির। চট্টগ্রাম টেস্টের ১৬ জনের দল থেকে বাদ পড়েছেন রুবেল হোসেনও।

চট্টগ্রাম টেস্টেই অভিষেক হয়েছিল সানজামুলের। বোলারদের বধ্যভূমিতে ১৫৩ রান দিয়ে পেয়েছেন এক উইকেট, তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৪ রান করে রেখেছেন অবদান। রুবেল হোসেন প্রথম একাদশে ছিলেন না, এবার দলের বাইরেই চলে গেলেন।

সাব্বির সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও ছিলেন। তবে বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন চট্টগ্রামে। এক টেস্টের ব্যবধানেই আবার ফিরেছেন দলে। সাকিবের অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টেও অধিনায়ক মাহমুদউল্লাহ।

১৫ জনের দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আবদূর রাজ্জাক, নাঈম হাসান, তানভীর হায়দার।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়ায় ব্যবসায়ী গুলিবিদ্ধ
৩১ অক্টোবর ২০২৪ ১৬:৪০

সম্পর্কিত খবর