পাঁচ আসর পর বাঁহাতি অধিনায়কের হাতে শিরোপা
১৫ জুলাই ২০১৯ ১৮:৫৪
নিউজিল্যান্ডকে আটকে রেখে ফাইনালের শিরোপা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। ১২তম আসরের ফাইনাল গড়িয়েছিল সুপার ওভারে। চরম নাটকীয়তার পর বাউন্ডারির হিসেবে শিরোপা জেতে ইংলিশরা। প্রথমবারের মতো শিরোপা জিতলো ক্রিকেটের জনক এই দেশটি।
১৯৭৫ সালে ইংল্যান্ডের মাটিতেই প্রথমবারের মতো বসেছিল ওয়ানডে বিশ্বকাপের আসর। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ। বাঁহাতি ব্যাটসম্যান লয়েডের হাতে উঠেছিল প্রথম বিশ্বকাপের শিরোপা। পরেরবারও তারই হাতে উঠে বিশ্বকাপ শিরোপা।
এই আসর বাদে আগের পাঁচটি আসরেই শিরোপা উঠেছিল ডানহাতি অধিনায়কের হাতে। ১২তম বিশ্বকাপের শিরোপা উঠলো বাঁহাতি অধিনায়কের হাতে। লর্ডসের মাঠে শিরোপা উঁচিয়ে ধরেছেন ইয়ন মরগান। নিউজিল্যান্ড শিরোপা জিতলে ১২তম বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরতেন ডানহাতি কেন উইলিয়ামসন।
দেখে নেওয়া যাক কোন সালে কোন অধিনায়ক শিরোপা উঁচিয়ে ধরেছিলেন:
১৯৭৫ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক ক্লাইভ লয়েড-বাঁহাতি
১৯৭৯ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, অধিনায়ক ক্লাইভ লয়েড-বাঁহাতি
১৯৮৩ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন ভারত, অধিনায়ক কপিল দেব-ডানহাতি
১৯৮৭ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অধিনায়ক অ্যালান বোর্ডার-বাঁহাতি
১৯৯২ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন পাকিস্তান, অধিনায়ক ইমরান খান-ডানহাতি
১৯৯৬ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা-বাঁহাতি
১৯৯৯ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অধিনায়ক স্টিভ ওয়াহ-ডানহাতি
২০০৩ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অধিনায়ক রিকি পন্টিং-ডানহাতি
২০০৭ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অধিনায়ক রিকি পন্টিং-ডানহাতি
২০১১ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন ভারত, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-ডানহাতি
২০১৫ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, অধিনায়ক মাইকেল ক্লার্ক-ডানহাতি
২০১৯ বিশ্বকাপ: চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অধিনায়ক ইয়ন মরগান-বাঁহাতি
সারাবাংলা/এমআরপি