৪৪ বছর পর আবাহনীকে এত বড় ব্যবধানে হারাল মোহামেডান!
১৭ জুলাই ২০১৯ ২১:৩৩
ঢাকা: বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং ও ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীকে একেবারে বিধ্বস্ত করে চমক দিয়েছে মোহামেডান। আবাহনী যেখানে লিগ চ্যাম্পিয়নের দৌড়ে ছিল সঙ্গে ক’দিন আগেই এএফসিতে ইতিহাস সৃষ্টি করেছে তাদেরেই কিনা গোল উৎসবে ভাসিয়েছে চলতি বিপিএলে অবনমন শঙ্কায় থাকা মোহামেডান! তবে মিরাকেল বলুন বা অলৌকিক এটাই ঘটে গেছে বঙ্গবঙ্গু জাতীয় স্টেডিয়ামে।
৪-০ ব্যবধানেই বলে দিচ্ছে কতটা একপেশে খেলা উপহার দিয়েছে মতিঝিল পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে এই দুই শতাব্দিতে আবাহনীকে হারানো এই ব্যবধানটা নতুন অভিজ্ঞতা নয় সাদা-কালো জার্সিধারীদের। এর আগেও প্রায় ৪৪ বছর পূর্বে একই দলের কাছে এমন হারের শিকার হয়েছিল ধানমন্ডির জায়ান্টরা।
তখন ১৯৭৫ সাল। আজ থেকে ৪৪ বছর আগে। সেবারের লিগটা মোহামেডান নিজেদের করে নিয়েছিল। অপ্রতিদ্বন্দ্বী দলে পরিণত হওয়া সাদা-কালোদের সামনে পড়ে আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারী ভরা দর্শক। টুইটুম্বুর অবস্থা। সেবার আবাহনীকে একই ব্যবধানে উড়িয়ে দিয়েছিল মোহামেডান।
আরও পড়ুন: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান
সেবার লিগের সর্বোচ্চ গোলদাতা নওশেদ যিনি জাতীয় দলের প্রধান স্ট্রাইকার তিনি গোলের যাত্রা শুরু করেছিলেন দুর্দান্তভাবে। তারপর উইঙ্গার মরহুম ওয়াজেদ গাজীর গোলে ব্যবধান দ্বিগুণ করে সাদা-কালোরা। মেজর হাফিজের ৪০ গজ দূর থেকে নেয়া গতির শট মুহূর্তেই জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে মোহামেডান। শেষ গোলটি এসেছে কর্নার থেকে। জটলা থেকে গোল করে ৪-০ ব্যবধানে ম্যাচটা জিতে নেয় মোহামেডান। ওই জয়ই আবাহনীর বিপক্ষে গড়া সর্বোচ্চ জয় ছিল।
তার ৪৪ বছর পর লিগে ফর্মের বিচারে এবার হ্যাভিয়েট আবাহনীকে একই ব্যবধানে ধরাশায়ী করলো ৭৫’র মোহামেডানের উত্তরসূরীরা। তকলিসের জোড়া গোল। ডায়াবেট ও এমিলির একটি করে গোলে কী ভয়ংকর ম্যাচটাই না উপহার দিলো মোহামেডান। তবে, এবার আর সেবারের মতো মাঠ ভর্তি দর্শক নেই। নেই সোনালী অতিতের দ্বৈরথের দামামা। তবে, হাজার দুয়েক দর্শক চিৎকার করে গেছে ম্যাচজুড়ে।
এই জয়টা অবশ্য দীর্ঘ চার বছর পর পেয়েছে মোহামেডান। সবশেষ ২০১৫ সালে বিপিএলের অষ্টম আসরে আবাহনীকে হারিয়েছিল তারা। একসময় এই ডার্বিকে ঘিরে যেখানে মারামারির ঘটনাও ঘটতো অহরহ এখন সেখানে এই দ্বৈরথটা জৌলুস হারিয়েছে। সেই জৌলুসটা ফেরাতে কি মোহামেডানের এ জয় অনুঘটক হিসেবে কাজ করবে?
সারাবাংলা/জেএইচ
ঢাকা আবাহনী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব