সাকিব-রংপুর চুক্তি নিয়ম বহির্ভূত
৩ আগস্ট ২০১৯ ২১:০৫
বিপিএল সপ্তম আসরকে সামনে রেখে রংপুর রাইডার্সের সঙ্গে সাকিব আল হাসানের করা এক বছরের চুক্তিটি বিপিএলের নিয়ম বহির্ভূত। নিয়মানুযায়ী নতুন দলের সঙ্গে চু্ক্তির আগে প্রতিটি প্লেয়ারকে বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং পুরোনো দলকে অবহিত করতে হবে। শুধু প্লেয়ারই নন, যে ফ্র্যাঞ্চাইজিটি প্লেয়ার কিনছেন তারাও ওই তিন পক্ষকে জানাবে। কিন্তু সাকিব আল হাসান ও রংপুর রাইডার্স নাকি বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেওয়া সেই নিয়মের ধার ধারেননি!
সঙ্গত কারণেই দুই পক্ষের ‘গোপনে করা’ এই চুক্তিতে যারপরনাই অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল। তাদের এই চুক্তি আদৌ টেকসই হবে কী না সেটা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে রীতিমতো নড়েচড়ে বসেছে গোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল।
শনিবার (৩ আগস্ট) সারাবাংলাকে এতথ্য দিলেন বিপিএর গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। তিনি জানালেন, ‘আসলে কিছুই বলার নেই। আমরা বিপিএল গভর্নিং কাউন্সিল সভা করছি, আলাপ আলোচনা করছি। আমি যেটা জানি সব ফ্র্যাঞ্চাইজির সাথে আমাদের চুক্তি শেষ। আপনাদের জানিয়ে রাখি বিপিএল পরিচালনার জন্য বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল নামে দুটি জায়গা আছে। তাদের না জানিয়ে কেউ চুক্তি করাটা যুক্তিসিদ্ধ না। এই কাজটা যুক্তিসঙ্গত হয়নি।’
সোহেলের অভিযোগ চুক্তির আগে সাকিব ও রংপুর রাইডার্স বিপিএল গভর্নিং কাউন্সিলকে কিছুই জানায়নি, ‘রংপুর আমাদের কিছু জানায়নি এবং সাকিবও আমাদের সাথে যোগাযোগ করেনি। শুধু তাই না, সাকিব ঢাকা ডায়নামাইটসকেও জানায়নি। যদি ঢাকা ডায়নমাইটস ও রংপুর রাইডার্স মিলে বোঝাপড়া করে নিতো তাহলে সেটা শতভাগ যুক্তিযুক্ত হত। ক্রিকেট বোর্ডকে জানাতে হবে, গভর্নিং কাউন্সিলকেও জানাতে হবে। গভর্নিং বোর্ডের অনুমোদন ছাড়া তো এটা হয় না।’
সাকিব যে প্রক্রিয়ায় রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তা অযৌক্তিক উল্লেখ করে বিপিএল ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘সাকিব যে প্রক্রিয়ায় ওখানে গিয়েছে এটা সঠিক ছিল না। বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সদস্য ও বিসিবি সভাপতি এটা জানেন না। আমরা কেউ জানি না। দুই পক্ষের বোঝাপড়ায় হলে আমাদের কোনো সমস্যা ছিল না। আপনি জানেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সব ফ্র্যাঞ্চাইজিরই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ নবায়ন করতে হবে।’
গত বুধবার দুপুরে হুট করেই জানা গেল, বিপিএল সপ্তম আসরে নতুন ঠিকানা বেছে নিয়েছেন সাকিব। পুরোনো দল ঢাকা ডায়নামাইটসের সঙ্গে হিসেব-নিকেশ চুকিয়ে করে রংপুর রাইডার্সের বাসিন্দা হয়েছেন! খবর পাওয়া মাত্র দেশের তাবৎ সংবাদ মাধ্যম ছুটে যায় রাজধনীর বসুন্ধরা আবাসিক এলাকায়। সেখানে ২নং বসুন্ধরা ইন্ড্রাসট্রিয়াল হেড কোয়ার্টারে দলটির ম্যানেজিং ডিরেক্টর এবং বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান এবং রংপুর রাইডার্স টিম চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিনের উপস্থিতিতে ১ বছরের চুক্তিতে আবদ্ধ হন বিশ্বকাপে দুর্দান্ত খেলা সাকিব।