Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসিকে হারিয়ে সুপার কাপ জিতলো লিভারপুল


১৫ আগস্ট ২০১৯ ১৭:৫৯

মৌসুমের শেষ টুর্নামেন্ট ছিল উয়েফা সুপার কাপ। একদিকে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন চেলসি। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। সদ্য শুরু হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে উড়ন্ত জয় পাওয়া লিভারপুলের সামনে প্রথম ম্যাচে ভরাডুবি হওয়া ল্যাম্পার্ডের চেলসি কেমন করে সেটাই দেখার অপেক্ষায় ছিল সমর্থকরা।

হ্যাভিয়েট লিভারপুলের সঙ্গে টক্করে টক্করে লড়াই করেছে চেলসি। অল রেডদের বিপক্ষে সমান তালে খেলে হেরেছে অল ব্লুসরা। নির্ধারিত ম্যাচে ২-২ গোলে ড্র থেকে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে গেছে চেলসি।

বিজ্ঞাপন

একদিকে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড দলে সুযোগ করে দিয়েছেন নব্য দলে ঢোকা ক্রিস্টিয়ান পুলিসিককে। অন্যদিকে ইয়ুর্গেন ক্লপও দলে বড় পরিবর্তন এনেছেন। বিশ্বস্ত গ্লাভসের দায়িত্বে থাকা এলিসনকে বসিয়ে ওয়েস্টহাম থেকে নিয়ে আসা আদ্রিয়ানকে সুযোগ দিয়েছেন।

তার প্রতিদানও দিয়েছেন আদ্রিয়ান ম্যাচের হিরোর মতোই। পেনাল্টি শ্যুট আউটে একটা কিক আটকে দিয়েছেন। হয়েছেন ম্যাচের নায়ক।

ম্যাচের শুরুটা যদিও দুর্দান্তভাবেই হয়েছিল চেলসি শিবিরের জন্য। অভিষেক হওয়া পুলিসিক গোলে বল যোগান দেন। তার পাস থেকেই জিরুটের গোলে লিড নেয় চেলসি। প্রথমার্ধে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে রাখতে ব্যর্থ হয় ব্লুসরা। ৪৮ মিনিটে সাদিও মানের গোলে সমতায় ফেরে লিভারপুল। নির্ধারিত ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও মানের গোলে লিড নেয় লিভারপুল। সেটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ১০১ মিনিটে জর্গিনহোর পেনাল্টি গোলে সমতায় ফেরে চেলসি।

বিজ্ঞাপন

অমীমাংসিত ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুট আউটে। সেখান থেকে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের পর উয়েফা সুপার কাপও জিতে নেয় অল রেডরা।

উয়েফা সুপার কাপ চেলসি লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর