Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা


৩১ আগস্ট ২০১৯ ১৪:৪৫

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্ব মিশনের প্রথম ম্যাচ আফগানিস্তান সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৬ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক হিমেল, দুই ডিফেন্ডার মানিক ও ফয়সাল। গেল সাফের পর দলে আবার সুযোগ পেয়েছেন সাদ উদ্দীন। ফিরেছেন জুয়েল রানাও।

নতুন মুখ হিসেবে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন সাইফের তরুণ ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। ঢাকা আবাহনীর সাত ফুটবলারই জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে। আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে কোচ জেমি ডে’র বরাত দিয়ে দল দিয়েছে এক অনলাইন গণমাধ্যম।

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো

রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত

মাঝমাঠ: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহামম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ

আক্রমণভাগ: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা

চূড়ান্ত দল নিয়ে আগামী ১ সেপ্টেম্বর সকালে তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় দল। ওইদিন বিকালেই দেশটিতে পৌঁছে আটলাস হোটেলে উঠবে দল। ৩ ও ৫ তারিখে দেশটির দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১০ তারিখ দেশটির দুশানবেতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশ শুরু করবে বিশ্বকাপ।

আরও পড়ুন: অ্যাতলেটিকোর দর্শকদের সাবধান করলেন রোনালদো

এশিয়ান কাপ বাছাই পর্ব টপ নিউজ দল ঘোষণা বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ বাছাইপর্ব


বিজ্ঞাপন
সর্বশেষ

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ
১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪

সম্পর্কিত খবর