Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগার স্কোয়াডে যোগ হলেন আবু হায়দার


১৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৭

ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে গত বুধবার ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি। সেখান থেকে সেরা ১১ জনকে নিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবেলা করেছিল সাকিব আল হাসান ও তার দল। কিন্তু এক ম্যাচ শেষ না হতেই দলে যোগ হলেন নতুন সদস্য।

১৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিকে সামনে রেখে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার আবু হায়দার রনিকে। ফলে দলের মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪তে।

বিজ্ঞাপন

২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করা আবু হায়দার রনি আজ অব্দি ম্যাচ খেলেছেন ১৮টি। সবশেষ খেলেছেন গেল বছরের ডিসেম্বরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত মিশু ও আবু হায়দার রনি।

আবু হায়দার রনি ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর