Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বিপক্ষে থাকবেন না ধোনি!


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৯

ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর মধ্যে ভারতীয় আর্মির অংশ হিসেবে দায়িত্বও পালন করেছেন। ওয়ানডে বিশ্বকাপের মেগা ইভেন্টের পর আন্তর্জাতিক ম্যাচে খেলেননি ধোনি, খেলেননি ঘরোয়া ক্রিকেটেও। ৩৮ বছর বয়সী ধোনির ফেরা নিয়ে ভারতে চলছে আলোচনা-সমালোচনা।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ওয়ানডে আর টি-টোয়েন্টি খেললেও দেখা মেলেনি ধোনির। চলমান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলছেন না তিনি। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আন্তর্জাতিক ম্যাচ থেকে নিজেকে আরও কিছু সময় দূরে সরিয়ে রাখবেন তিনি।

বিজ্ঞাপন

মুম্বাই মিরর জানিয়েছে, ধোনি তার ছুটি বাড়িয়ে নেওয়ার চিন্তা-ভাবনা করছেন। আগামী নভেম্বর পর্যন্ত তিনি নাকি মাঠের বাইরে থাকবেন। তার মানে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ধোনি। নভেম্বরের ৩ তারিখ দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ রাজকোট এবং নাগপুরে।

নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে খেলতে না নামলে ধোনির ফেরার ম্যাচ হতে পারে আগামী ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডিসেম্বরের ৬ তারিখ শুরু হবে ভারত-উইন্ডিজ সিরিজ। সেখানেও ধোনি না ফিরলে আগামী বছরের জানুয়ারিতে তাকে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার জার্সিতে। ৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে ভারত-জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়া। পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

ধোনি বাংলাদেশ ভারত সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর