ফাইনালের ভাগ্য জানতে অপেক্ষায় থাকতে হবে
২৪ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪২
সেই বিকেল থেকে একই ধারায় একটানা বৃষ্টি হচ্ছে। ভারী নয়, গুঁড়ি গুঁড়ি। তবে, থামার কোনো লক্ষনই নেই। ঝড়ছে তো ঝড়ছেই। এতে করে পণ্ড হওয়ার উপক্রম হয়েছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি।
কেননা ম্যাচের টস এখনও হয়নি। ৯টা ৪০ এর মধ্যে আবহাওয়ার অবস্থার উন্নতি না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। তখন দুই দলকেই যৌথভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ঘোষণা করে ট্রফিটি ভাগাভাগি করে দেওয়া হবে।
এদিকে ম্যাচটি দেখতে হাজারো দর্শক বৃষ্টি মাথায় গ্যালারিতে বসে আছেন। যারা ক্লাব হাউজ, শহীদ জুয়েল ও মোস্তাক স্ট্যান্ড এবং ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনেছেন তারা অবশ্য বৃষ্টির হাত থেকে রক্ষা পেয়েছেন। পক্ষান্তরে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের গ্যালারির দর্শকরা ভিজে ম্যাচের অপেক্ষা করছেন।
টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বৃষ্টি বিঘ্নিত হওয়ায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওভার কাটতে শুরু করেছেন ম্যাচ অফিসিয়ালরা। তবে নূন্যতম ৫ ওভারও যদি খেলা হয় তাহলে রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে টস। আর খেলা গড়াবে ৯টা ৪৬ মিনিটে।