কাতার ম্যাচেও এমন গোল ম্যাজিক চান জীবন
৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৬ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৫
ঢাকা: লাল-সবুজ জার্সিতে সবশেষ কবে গোল করেছিলেন? প্রশ্নটা আজ ভুটানকে উড়িয়ে দেওয়া ম্যাচে জোড়া গোল করা নবীব নেওয়াজ জীবনকে ছুড়ে দেওয়া হলে মুচকি হেসে জানালেন ‘জানি না, ঠিক মনে নাই’। জেনে রাখাটা অবশ্য তার দায়িত্বও না। তবে, নিজের করা অভিষেক গোলটার কথা সবাই স্বাধারণত মনে রাখেন। পাক্কা ১২৯০ দিন পর লাল-সবুজ জার্সিতে গোলের দেখা পেলেন জীবন। বছরের হিসেবে ৩ বছর ৬ মাস ১১ দিন পর।
সেই ২০১৬ সালের ১৮ মার্চ সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজের প্রথম গোলটি করেছিলেন জীবন। এরপর দেশের ফুটবলের আকাশে কেটে গেছে প্রায় সাড়ে তিনটা বছর। মাঝে এশিয়ান কাপ, সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপসহ বেশ কয়েকটি প্রীতি ম্যাচও খেলে ফেলেছেন ঢাকা আবাহনীর জার্সিতে গেল মৌসুমে ১৭ গোল করা এই ফরোয়ার্ড।
এতদিন পর গোলতো করলেন সঙ্গে জোড়া গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছেন। ৪-১ ব্যবধানে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ। বহুদিন পর গোল পাওয়ায় আত্মবিশ্বাসটা চাঙা হয়েছে বলে জানান জীবন, ‘অনেকদিন থেকে গোল পাচ্ছিলাম না। অনেকেই অনেক কথা বলছেন। অনেক সমালোচনা শুনতে হয়েছে। একটা গোলের আশায় ছিলাম। জানতাম একদিন না একদিন গোল পাবো। আত্মবিশ্বাস ফিরে পাবো।’
ঢাকা আবাহনীর মতো লাল-সবুজ জার্সিতেও নাম্বার টেনের দায়িত্বে তিনি। মূল স্টাইকারের একটু পেছনে খেলছেন। রক্ষণ-মাঝমাঠে দাঁপিয়ে একই সঙ্গে আক্রমণেও দেখা গেছে তাকে। ছন্দেও ফিরলেন বহুদিন পর। সামনের ম্যাচেও এমন ম্যাজিক অব্যাহত রাখতে চান জীবন, ‘আমার দায়িত্ব রক্ষণে ৪০ শতাংশ দেয়া সঙ্গে আক্রমণে ৬০ শতাংশ দেয়া। আজকে সেটা দিতে পেরে ভালো লাগছে।’
ক’দিন আগে এই মাসের ১০ তারিখ আফগানদের সঙ্গে একটি ম্যাচে দারুণ একটা সুযোগ হাতছাড়া করেছিলেন জীবন। সেই ম্যাচে আফগানদের সঙ্গে হেরেছে বাংলাদেশ ফিনিশিংয়ের অভাবে। তবে সামনের ১০ তারিখ কাতারের সঙ্গে সেই ব্যর্থতা ঘোচাতে চান জীবন, ‘কাতার ও ভারত ম্যাচকে সামনে রেখে সবাই কষ্ট করছি। সামনে এই মাঠে কাতার ম্যাচে এমন গোল করতে চাই। কাজটা সহজ হবে না। কাতার অনেক কঠিন প্রতিপক্ষ। আমি আমার সর্বোচ্চটাই দেবো।’
এটা বলতে বলতে মুখে চিলতে হাসিটা জুড়ে মাঠ ছাড়লেন জীবন। সামনে ৩ অক্টোবর ভুটানের সঙ্গে আরেকটি ম্যাচ। আরেকবার নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন জীবন ও তার দল বাংলাদেশ।