Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অশ্বিন-জাদেজা এগিয়ে রাখলেন ভারতকে


৪ অক্টোবর ২০১৯ ১৮:২৮

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারতের পাহাড় গড়া রানের জবাব দিচ্ছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে বিশাখাপত্তমে বিরাট কোহলির দল ১৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৫০২ রান। এরপর ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। তৃতীয় দিন শেষে প্রোটিয়ারা ৮ উইকেট হারিয়ে তুলেছে ৩৮৫ রান। হাতে দুই উইকেট থাকলেও প্রোটিয়ারা পিছিয়ে আছে ১১৭ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। সেঞ্চুরির দেখা পেয়েছেন আরেক ওপেনার রোহিত শর্মা। ঘরের মাটিতে রাহুল দ্রাবিড়ের পর টানা ছয়টি ফিফটি প্লাস ইনিংস খেলার কীর্তি গড়েছেন রোহিত।

ওপেনিং জুটিতেই তারা তুলে নেন ৩১৭ রান। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান আগারওয়াল। ৩৭১ বলে ২৩টি চার আর ৬টি ছক্কায় করেন ২১৫ রান। প্রথমবারের মতো টেস্টে ওপেনিংয়ে নেমে রোহিত শর্মা ২৪৪ বলে ২৩টি চার, ৬টি ছক্কায় করেন ১৭৬ রান। তিন নম্বরে নামা চেতশ্বর পূজারা ৬, দলপতি বিরাট কোহলি ২০, আজিঙ্কা রাহানে ১৫, হনুমা বিহারি ১০ রান করেন।

এরপর রিদ্ধিমান শাহা ২১ রানে আউট হন। রবীন্দ্র জাদেজা ৪৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। রবীচন্দ্রন অশ্বিন ১ রানে অপরাজিত থাকেন।

দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ ৫৫ ওভারে ১৮৯ রান খরচায় তুলে নেন তিনটি উইকেট। একটি করে উইকেট পান ভারনন ফিল্যান্ডার, ড্যান পাইড, সেনুরান মুথুস্যামি আর ডীন এলগার।

ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার আইডেন মার্কারাম (৫), ডি ব্রুইন (৪), ড্যান পাইড (০) দ্রুতই বিদায় নেন। আরেক ওপেনার ডীন এলগার একপ্রান্ত ধরে রেখে দলকে টানতে থাকেন। ২৮৭ বলে ১৮টি চার আর চারটি ছক্কায় করেন ১৬০ রান। তেমবা বাভুমা ১৮, দলপতি ফাফ ডু প্লেসিস ৫৫ রান করেন। ডি কক সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১১১ রান। তার ১৬৩ বলে সাজানো ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারি। ১২ রানে অপরাজিত আছেন অভিষিক্ত সেনুরান মুথুস্যামি।

ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ৪১ ওভারে ১২৮ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। ৩৭ ওভারে ১১৬ রান খরচায় দুটি উইকেট পান আরেক স্পিনার রবীন্দ্র জাদেজা। পেসার ইশান্ত শর্মা ১৪ ওভারে ৪৪ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। টেস্ট ক্যারিয়ারে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন জাদেজা আর ২৭তম বারের মতো ৫ বা তার বেশি উইকেট তুলে নিয়েছেন অশ্বিন।

অশ্বিন জাদেজা ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর