Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগের দল বাদ, নতুন দল ঘোষণা করবে বিসিবি


২৮ অক্টোবর ২০১৯ ২১:০১

ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নতুন করে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এতে করে আগের ঘোষিত দলটি আর থাকছে না। নতুন দলে কারা থাকছেন কিংবা টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানও সফরে থাকছেন কি না— তা আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) জানা যাবে।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যর্থনা কক্ষে গণমাধ্যমকে এ তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘আগামীকাল ১২টা/১টার দিকে আমরা টি-টোয়েন্টি দল দেবো। টেস্টের দল দিতে কিছুদিন সময় লাগবে আমাদের। দুই-তিন দিন পর আমরা সেটা দিয়ে দেবো। যেহেতু দুয়েকটা পরিবর্তন আসছে, তাই চিন্তাভাবনা করে দলটা দিচ্ছি।’

সাকিব আল হাসানের প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিবেরটা কালকেই বলতে পারব। কালকেই টিমটা দিয়ে দিচ্ছি। বিস্তারিত থাকবে সেখানে। সাকিবর ব্যাপারে কোনো অনিশ্চয়তা না, অফিসিয়ালি কোনো কিছু আসেনি।’

জানা গেছে, এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল থেকে সরে দাঁড়ান দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গুরুত্বপূর্ণ এই সিরিজি থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। এর আগেই পুরনো চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন

এদিকে, দিন দুয়েক আগে তামিমের বিকল্প হিসেবে ইমরুল কায়েসের নাম শোনা গেলেও হেড কোচ রাসেল ডোমিঙ্গোর বিরোধিতায় সে প্রস্তাব বাতিল হয়ে যায়। এদিকে, সাইফের বদলি প্রসঙ্গে নির্বাচক হাবিবুল বাশার সুমন সারাবাংলাকে জানিয়েছিলেন, ‘আমরা ওর বদলি নাও নিতে পারি। এমনও হতে পারে ১৪ সদস্যের দল নিয়ে ভারত সফরে যেতে পারি।’

১৫ সদস্যের দলের দু’জনই নেই। এদিকে গুঞ্জন উঠেছে, বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানও এই সিরিজ খেলতে ভারতে যাচ্ছেন না। বেসরকারি একটি মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তির পর বোর্ডের সঙ্গে চলমান টানাপোড়েনে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টির সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নরশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজ থেকে তিনি সরে দাঁড়াতে পারেন।

এসব অনিশ্চয়তা আর শঙ্কার কারণেই হয়তো নতুন করে দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তাতে নতুন দলে কার স্থান হচ্ছে বা হচ্ছে না— তা জানার জন্য মঙ্গলবার দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে, আকরাম খানের কাছে জানতে চাওয়া হয় ভারত সফরে গোলাপি বলের টেস্ট নিয়েও। গতকাল রোববার বিসিবি সিইও জানিয়েছিলেন, প্লেয়ার ও কোচদের সঙ্গে বসে টিম ম্যানেজমন্টে বিষয়টি চূড়ান্ত করবেন

সে ব্যাপারে কতুটু অগ্রগতি হয়েছে— জানতে চাইলে আকরামের জবাব, গোলাপি বলে টেস্ট খেলার বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। আজ রাতে আমরা সিদ্ধান্তটা নেব। কোচ থাকবেন, নির্বাচকরা থাকবেন, খেলোয়াড়রা থাকবে। সবার উপস্থিতিতেই সিদ্ধান্ত হবে গোলাপি বলে টেস্ট খেলা হবে কি না।

ফাইল ছবি

ক্রিকেট টি-টোয়েন্টি দল নতুন দল ঘোষণা বিসিবি ভারত সফর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর