টাইগারদের অভিনন্দন জানালেন সাকিব
৪ নভেম্বর ২০১৯ ০৬:৫৭
বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরে প্রাণ ভোমরা সাকিব নেই, এই না থাকাও দলকে দিয়েছে বাড়তি প্রেরণা। দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে হওয়া এই লড়াই জয়ের তাগিদ। তার প্রমাণ পাওয়া গেলো মাঠেই।
প্রথমবারের মতো ভারতেকে টি-টোয়েন্টি ক্রিকেটে হারিয়েছে বাংলাদেশ। দলের সাথে থাকতে না পারলেও দারুণ এই জয়ে আপ্লুত হয়েছেন সাকিব আল হাসানকে। অভিনন্দন জানিয়েছেন সতীর্থদের।
দিল্লিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ৭ উইকেটে জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সতীর্থদের অভিনন্দন জানিয়েছেন এই অলরাউন্ডার। দারুণ জয় ছিনিয়ে আনার জন্য খেলোয়ারদের ভাসিয়েছেন প্রশংসায়।
‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহুর্ত৷’
জুয়াড়ির প্রস্তাব সংশ্লিষ্টদের না জানানোয় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বাইরে থাকতে হবে সাকিবকে। ২০২০ সালের ২৯ অক্টোবরের আগে মাঠে নামতে পারবেন না তিনি।
সারাবাংলা/টিএস