Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা দ্বিতীয় সেঞ্চুরি তামিমের


৬ মার্চ ২০২০ ১৯:১৫

জিম্বাবুয়ের বিপক্ষে স্বরুপে ফিরেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ১৫৮ রানের রেকর্ডের পর তৃতীয় ম্যাচেও তুলে নিলেন শতক। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। আর শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন দুই টাইগার ওপেনার লিটন দাস এবং তামিম ইকবাল।

ইনিংসের ৩৯তম ওভারে নিজের শতক পূর্ণ করেন তামিম ইকবাল। এই রিপোর্ট লেখা অবধি তামিম অপরাজিত আছেন ৯৮ বলে ১০০ রানে। ইনিংসে হাঁকিয়েছেন ৫টি চার এবং ৪টি ছয়ে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১ বছরের রেকর্ড ভেঙেছে লিটন-তামিম জুটি। ১৯৯৯ সালে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের রেকর্ড ছিল মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেইনের ১৭০ রানের জুটি।

এই রিপোর্ট লেখা অবধি এই জুটির সংগ্রহ ২৪৮ রান। যা বাংলাদেশের ইতিহাসের যেকোনো উইকেটের সর্বোচ্চ রানের জুটি।

জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ তামিম ইকবাল তৃতীয় ওয়ানডে


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর