Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে’র প্রথম সপ্তাহে আয়ারল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ


১১ মার্চ ২০২০ ১৬:৫৪

স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলতে ৮ মে দেশটি সফরে যাচ্ছে বাংলাদেশ। অবশ্য সিরিজের প্রতিটি ম্যাচই আয়ারল্যান্ডে গড়াচ্ছে না। শুধুই তিন ম্যাচ সিরিজের ওয়ানডে অনুষ্ঠিত হবে সে দেশে। আর চার ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চারটি ভেন্যুতে।

বুধবার (১১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি’র দেওয়া তথ্যমতে, ৮ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম টাইগার্স। আয়ারল্যান্ডে পৌঁছে ১১ মে নর্থ ডাউনে আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ।

প্রস্তুতি ম্যাচে শেষে শুরু হবে মূল পর্বের লড়াই। যেখানে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ মে স্টরমন্ট, বেলফাস্টে। একই ভেুন্যতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি গড়াবে যথাক্রমে ১৬ ও ১৯ মে।

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ মে টিম বাংলাদেশ যাবে লন্ডনে।

২২ মে কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয়টি ২৪ মে, এসেক্সের চেমসফোর্ডে। তৃতীয়টি ২৭ মে ব্রিস্টলে। আর শেষ ম্যাচটি গড়াবে ২৯ মে, বার্মিংহামের এজবাস্টনে।

আয়ারল্যান্ড সফর বাংলাদেশ দল বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর