সাদমান ও মৃত্যুঞ্জয় হোম কোয়ারেনটাইনে
২০ মার্চ ২০২০ ১১:৩৫
চোটের অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলে বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত হয়ে ওঠা তরুণ সাদমান ইসলাম অনীক ও অনূর্ধ্ব-১৯ দলের মৃত্যুঞ্জয় চৌধুরী। অস্ত্রোপচার শেষে মঙ্গলবার (১৭ মার্চ) দেশে ফেরার পর দুজনই গেছেন ‘হোম কোয়ারেনটাইনে।’ দেশের ক্রিকেটে তারাই প্রথম যাদের হোম কোয়ারেনটাইনে থাকতে হচ্ছে।
সাদমান ও মৃত্যুঞ্জয়ের অস্ত্রোপচারের সময় অস্ট্রেলিয়ার মেলবোর্নে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র প্রধান চিকিৎসক দেবশীষ চৌধুরী। ফলে তাকেও ‘হোম কোয়ারেনটাইনে’ থাকতে হচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) দেবশীষ চৌধুরী নিজে সারাবাংলাকে এ তথ্য দিয়েছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া থেকে ফিরে আমরা তিনজনই হোম কোয়ারেনটাইনে আছি। যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে এর বিকল্প নেই। সাদমান ও মৃত্যুঞ্জয়কে কড়া ভাবে বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে। ’
প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যেই বিশ্বের বেশিরভাগ দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। বাংলাদেশে এ পর্যন্ত ১৮ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। করোনার বিস্তার রোধে সরকারের নির্দেশনা রয়েছে, কেউ বিদেশে থেকে দেশে ফিরলেই ‘হোম কোয়ারেনটাইন’ বাধ্যতামূলক। কাজেই সরকারি সেই নির্দেশনা মানতেই হচ্ছে তাদের।
প্রসঙ্গত, সাদমান ইসলাম অনীকের কবজিতে অস্ত্রোপচার হয়েছে। আর অনূর্ধ্ব-১৯ দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর চোট ছিল কাঁধে।
করোনাভাইরাস আপডেট: মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে