বিজ্ঞাপন

করোনাভাইরাস আপডেট: মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

March 20, 2020 | 10:56 am

আন্তর্জাতিক ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। শুক্রবার (২০ মার্চ) করোনাভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার ৪৬ জন।

বিজ্ঞাপন

চীনের হুবই প্রদেশ থেকে উদ্ভূত এ ভাইরাসের কারণে দেশটিতে এ পর্যন্ত তিন হাজার ২৪৮ জনের মৃত্যু হয়েছে। তবে চীনে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন তিন জন।

চীনের একমাস পর ভাইরাসটি হানা দেয় ইতালিতে। সেদেশে মৃতের সংখ্যা বৃহস্পতিবার চীনকেও ছাড়িয়ে গেছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ৪০৫ জনের। বৃহস্পতিবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২৭ জনের। সেদেশে মৃতের সংখ্যা প্রতিদিনই কয়েকশো হারে বাড়ছে।

কোভিড-১৯: মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেল ইতালি

বিজ্ঞাপন

এদিকে, ইউরোপের অন্যান্য দেশেও ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। স্পেনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩১ জনের। জার্মানিতে করোনাভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৪। ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭২ জন। নেদারল্যান্ডসে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৭৬ জন। বেলজিয়ামে মৃত্যু হয়েছে ২১ জনের। সুইজারল্যান্ডে ৪৩ জন ও সুইডেনে ১১ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে ব্যাপক প্রাণহানি হয়েছে। সেদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৪৪ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ২১৭ জনের।

চীন ও ইতালির পরই সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইরানে। সেদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা এক হাজার ২৮৪ জন।

বিজ্ঞাপন

এছাড়া চীনের প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯৪ জনের। জাপানে মৃতের সংখ্যা ৩৩ জন। ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ জন।

বাংলাদেশে এ পর্যন্ত ১৮ জনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/আইই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন