Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামলেন নেইমার


৪ এপ্রিল ২০২০ ১৩:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এমন সময়ে করোনার বিরুদ্ধে লড়াই এগিয়ে এলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এক মিলিয়ন ডলার দান করলেন এই তারকা। ব্রাজিলের এসবিটি টিভি সূত্র জানিয়েছে এই খবর।

নেইমার তার দানের একটা অংশ ইউনিসেফকে দিয়েছেন। আর বাকিটা প্রদান করেছেন তার বন্ধু এবং ব্রাজিলিয়ান টিভির উপস্থাপক লুসিয়ানো হাকের চ্যারিটেবল ফান্ডকে। কিন্তু কাকে কত টাকা দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানাননি নেইমার।

এর আগে নেইমারের ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেও ফ্রান্সের এক সংস্থায় বড় অঙ্কের অর্থ দান করেছেন। তবে ঠিক কত টাকা দান করেছেন সে ব্যাপারে কিছু জানাননি এমবাপে। এদিকে নেইমারের বন্ধু লুসিয়ানো হাক ২০২২ সালে ব্রাজিলের নির্বাচনে অংশ নিতে পারেন বলে খবর রয়েছে। তিনি রিও ডি জেনিরো সংলগ্ন অঞ্চলের গরিবদের সাহায্যার্থে এই তহবিল গড়ে তুলেছেন।

বিজ্ঞাপন

নেইমার এখন রয়েছেন রিওর বাইরে এক বিলাসবহুল ভিলায়। গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে বিচ ভলিবল কোর্টেও দেখা গিয়েছিল তাকে। যাতে কম সমালোচিতও হতে হয়নি এই তারকাকে। কিন্তু তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, কোয়ারেনটাইনেই রয়েছেন নেইমার। শুধু তিনি নন, তার সঙ্গে যারা ফ্রান্স থেকে ব্রাজিলে ফিরেছেন, তাদের সবাইকেই রাখা হয়েছে কোয়ারেনটাইনে।

অর্থ দান করোনা মোকাবিলা করোনাভাইরাস নেইমার জুনিয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর