কেমন হবে করোনা পরবর্তী ফুটবল?
২৮ এপ্রিল ২০২০ ১৭:২৫
করোনাভাইরাসের আতঙ্কে কাঁপছে বিশ্ব। তবে আতঙ্কের মধ্যেও আশার আলো দেখাচ্ছে কিছু বিষয়। ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ কমতে শুরু করেছে। যাতে লকডাউনের কড়াকড়িও ধীরে ধীরে শিথিল হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই হয়তো ইউরোপিয়ান ফুটবল লিগগুলো মাঠে গড়াবে। তবে স্প্যানিশ ফুটবলের টিম ডক্টরস অ্যাসোশিয়েশনের সভাপতি রাফায়েল রামোস সরাসরিই বললেন, করোনা পরবর্তী সময়ে ফুটবলে অনেক পরিবর্তন আসবে।
ম্যাচে সর্বোচ্চ তিনজন বদলি ফুটবলার নামানোর বিধান আছে। শোনা যাচ্ছে, ফিফা নাকি সংখ্যাটা বাড়িয়ে পাঁচ করতে চায়। করোনা পরিস্থিতি উন্নতির পর লিগ শুরু হলে ঘন ঘন ম্যাচ খেলতে হবে দলগুলোকে। যাতে ফুটবলারদের চোটে পড়ার ঝুঁকি বেড়ে যাবে। এই ঝুঁকি কমাতেই তিনজনের পরিবর্তে পাঁচজন ফুটবলার বদলির নিয়ম করতে চায় ফিফা।
অন্যান্য বিষয়েও নতুনত্ব আসছে বললেন রাফায়েল রামোস, ‘পরিস্থিতি উন্নতির দিকে গেলে ফুটবল হবে, তবে এতদিন যেভাবে হয়েছে ঠিক সেভাবে নয়। শুরুর দিকে খেলোয়াড়দের একে অপরের সংস্পর্শে আসার বিষয়টি এড়াতে হবে। কাজেই একসঙ্গে জড়ো হওয়া যাবে না। সবই হবে তবে ভিন্নভাবে।’
খেলা শুরু হলে মাঠ ও ফুটবল তিনবার করে জীবাণুমুক্ত করা হবে বলেছেন তিনি। অর্থাৎ ম্যাচ শুরু আগে, বিরতির সময় ও ম্যাচের শেষে মাঠে ও বল জীবানুমুক্ত করা হবে। রাফায়েল রামোস বলেন,’আমরা একদম ভিন্ন কিছু হয়ত দেখব। ব্যতিক্রমী সব দৃশ্য দেখা যাবে।’