হাসপাতালে ভর্তি রোনাল্ড কোম্যান
৪ মে ২০২০ ১৩:০৯
বুকের ব্যথা নিয়ে রোববার (৩ মে) অ্যামস্টারডামের হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তী ফুটবলার এবং ডাচ কোচ রোনাল্ড কোম্যান। সেখানে তার হার্টে একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে কোম্যানের ম্যানেজমেন্ট কোম্পানি। ৫৭ বছর বয়সী কোম্যান বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসার পর সেখানে ‘হার্ট ক্যাথেটেরাইজেশন’ নামের একটি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সোমবার তিনি হাসপাতাল ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।
এখন পর্যন্ত ডাচ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোম্যানের বিষয়ে কোনো ধরনের তথ্য জানানো হয়নি। তবে নেদ্যারল্যান্ডসের ন্যাশনাল ব্রডকাস্টার এনওএস কোম্যানের বিজনেস ম্যানেজার রব ইয়ানসেনের বরাত দিয়ে জানিয়েছে, একটি মোটর সাইকেল রাইডের পর হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ায় দ্রুত অ্যামস্টারডামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান টিখেলার বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন। অ্যাসোসিয়েট প্রেসকে সাক্ষাৎকারে টিখেলার বলেন, ‘এটা বড় একটি আঘাত। আমি তার দ্রুত রোগমুক্তি কামনা করছি।’
ফুটবলার হিসেবে দীর্ঘদিন আয়াক্স এবং বার্সেলোনার হয়ে রক্ষণভাগে মাঠ মাতিয়েছেন কোম্যান। বার্সার হয়ে টানা ৪টি লা লিগা জিতেছিলেন আর দেশের হয়ে ১৯৮৮ সালে জিতেছিলেন উয়েফা ইউরো। ১৯৯৭ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পর নেদারল্যান্ডস জাতীয় দলের সহকারী ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস এবং পর্তুগালের বেশ কয়েকটি ক্লাবে কোচিং করিয়ে ২০১৮ সাল থেকে ডাচ জাতীয় দলের প্রধান কোচের পদে থিতু হয়েছেন।