Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল উমর আকমলের


২০ মে ২০২০ ১৫:৩৪

আগেই জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তিন বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন উমর আকমল। অবশেষে সে সিদ্ধান্ত জানান দিলেন তিনি। গত ২৭ এপ্রিল দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে উমর আকমলকে ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল পিসিবি।

পিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ফজল-ই-মিরান চৌহানের বিচারে উমর আকমল সব ধরনের ক্রিকেট থেকে ৩ বছরের নিষেধাজ্ঞা পান।

বিজ্ঞাপন

আকমলের বিরুদ্ধে অবশ্য নিষেধাজ্ঞা জারি করার আগে থেকেই চলছিল নিষেধাজ্ঞা। ২০ ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা চলছিল যার কারণ ছিল জুয়াড়িদের প্রস্তাবের ব্যাপারটি পিসিবির কাছ থেকে গোপন করেছিলেন উমর। পরবর্তীতে গত ২০ মার্চ ব্যাটসম্যানের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি।

আকমলের আপিলের ১৫ দিনের মধ্যে পিসিবির সংবিধান অনুযায়ী স্বাধীন বিচারক নিয়োগ দিতে হবে। এই স্বাধীন বিচারক মামলা এবং শাস্তির পরিমাণ পর্যালোচনা করবেন। আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ এবং ২.৪.৫ ধারায় বলা আছে, যদি কোনো ক্রিকেটার বাজিকরদের কু-প্রস্তাব জানাতে ব্যর্থ হলে পাঁচ বছরের সাজা হতে পারে।

পাকিস্তানের হয়ে উমর আকমল ১২১টি ওয়ানডে, ৮৪টি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি ১৬টি টেস্টেও খেলেছেন এই ব্যাটসম্যান।

৩ বছরের নিষেধাজ্ঞা আপিল উমর আকমল নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর