Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে মনে রেখেছেন উইলিয়ামসন


২১ মে ২০২০ ১৭:৩০

বাংলাদেশে খুব বেশি আসা হয়নি কেন উইলিয়ামসনের। তবে ক্রিকেটপাগল দেশটিকে এবং এদেশের দর্শকদের আলাদাভাবেই মনে রেখেছেন বর্তমান নিউজিল্যান্ড ক্রিকেটের শীর্ষ তারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা যে পেয়েছিলেন বাংলাদেশেই।

আন্তর্জাতিক ক্রিকেটে উইলিয়ামসনের অভিষেক ২০১০ সালের আগস্টে। বাংলাদেশে এসেছিলেন সে বছরের অক্টোবরে। এসে প্রথমবার মাঠে নেমেই পান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। অবশ্য পূর্ণ তৃপ্তি পাননি। তার সেঞ্চুরির দিনেও জিততে পারেনি নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

সেদিন অতীমানব হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতে নিয়েছিলেন তিন উইকেট, বাংলাদেশ ম্যাচ জিতে ৯ রানে। সিরিজে ধবলধোলাই হতে হয়েছিল কিউইদের। পাঁচ ম্যাচ সিরিজের একটা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি চার ম্যাচই বাংলাদেশের কাছে হেরেছিল ব্ল্যাকক্যাপ্সরা।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভ আড্ডায় যুক্ত হয়ে সেই সময়ের স্মৃতিচারণ করেছেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার ওই সেঞ্চুরির কথা মনে আছে। তবে আমাদের জন্য সময়টা ভালো ছিল না। বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছিল। দর্শকরাও ছিল দুর্দান্ত।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রসঙ্গেও কথা বলেছেন কিউই তারকা। দেশের ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ টুর্নামেন্ট বিপিএল ক্রিকেটবিশ্বে আলাদা জায়গা করে নিয়েছে। ফ্রাইঞ্চাইজিভিত্তিক লিগগুলোর মধ্যে আইপিএল, বিগ ব্যাশের পরেই বিপিএলের অবস্থান বলে মনে করেন অনেকে। প্রতি মৌসুমেই বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি স্পেশালিস্টদের দেখা যায় বিপিএলে। কিন্তু কেন উইলিয়ামসনকে এখনো বিপিএলে দেখা যায়নি।

বিজ্ঞাপন

অন্যদের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে নিউজিল্যান্ড অধিনায়কের আগ্রহ নেই বলেই হয়তো। উপমহাদেশের জনপ্রিয় লিগগুলোর মধ্যে কেবল আইপিএলেই খেলেছেন তিনি। বিগ ব্যাশও খেলেননি তিনি। কাউন্টি খেলেছেন খুবই অল্প সময়। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি খুব একটা আগ্রহ না থাকলেও কিউই তারকা জানালেন, সুযোগ পেলে অবশ্যই বিপিএল খেলতে চান তিনি।

লাইভ আড্ডায় তামিম জানতে চেয়েছিলেন, বিপিএলে নিয়ে আগ্রহী আছে নাকি। উইলিয়ামসনের উত্তর, ‘সুযোগ হলে অবশ্যই খেলতে চাই। আমি বিপিএল সম্পর্কে জানি, দুর্দান্ত টুর্নামেন্ট। দেখা যাক কী হয়।’

কেন উইলিয়ামসন তামিমের লাইভ শো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর