Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক তাপস জুবায়েরের মৃত্যুতে বিসিবির শোক


১ আগস্ট ২০২০ ১৩:০০

ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়েরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিহতের আত্মার মুক্তি কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

আজ শনিবার (১ আগস্ট) ভোরে মাত্র ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে অফিসে রওনা দিলে বাসার লিফটের সামনেই জ্ঞান হারিয়ে ফেলেন তাপস জুবায়ের।

বিজ্ঞাপন

পরে তড়িঘড়ি করে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তৃপক্ষ জানায় সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের সিট খালি নেই। যোগাযোগ করে সেখান থেকে তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেওয়া হলে ভোরে পথেই মারা যান তাপস জুবায়ের।

বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে ইটিভি, আরটিভি, চ্যানেল নাইনে কর্মরত থাকা তাপস জুবায়ের সর্বশেষ কর্মরত ছিলেন নিউজ টোয়েন্টিফোরে।ক্রিকেট ইভেন্টগুলিতে নিয়মিত উপস্থিতি ছিল তার।

ক্রীড়া সাংবাদিকের মৃত্যু বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর