লেইপঝিগের প্রথম নাকি সিমিওনের চতুর্থ সেমি?
১৩ আগস্ট ২০২০ ১৩:৫৫
জার্মান ক্লাব আরবি লেইপঝিগ ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়, এরপর দুর্দান্ত সময় কাটিয়ে নিজেদের ক্লাব ইতিহাসের প্রথম সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে এই জার্মান ক্লাব। অন্যদিকে ২০১১ সালে কোচ হয়ে আসা আর্জেন্টাইন ফুটবলার ডিয়েগো সিমিওনের স্পর্শে বদলে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর ৯ মৌসুমে এটি হতে পারে অ্যাটলেটির চতুর্থ সেমিফাইনাল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত একটায় সেমি ফাইনালের লক্ষ্যে মাঠে নামবে দুই দল।
এই ম্যাচ ঘিরে রয়েছে বেশ উত্তেজনা, ২০১৪ সালের পর থেকে রিয়াল মাদ্রিদ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ব্যতীত কোনো ক্লাবই নক আউট পর্বে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় করতে পারেনি। আর বিস্ময়কর ব্যাপার হচ্ছে এবারের চ্যাম্পিয়নস লিগের মৌসুমের শেষ ষোল থেকেই রিয়াল মাদ্রিদ এবং ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসে বিদায় নিয়েছে।
এমন পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ জয়ের সম্ভবনা ৪০ দশমিক ১৬ শতাংশ আরবি লেইপঝিগের আর ৫৯ দশমিক ৮৪ শতাংশ অ্যাটলেটিকোর।
দুর্দান্ত ফর্মে থাকা আরবি লেইপঝিগ অবশ্য ম্যাচ শুরুর আগেই কিছুটা পিছিয়ে গেছে। কেননা দলের সেরা খেলোয়াড় জার্মান স্ট্রাইকার টিমো ভার্নার চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগেই ৫৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে নাম লিখিয়েছেন চেলসিতে। আর লেইপঝিগের হয়ে মাঠে নামবেন না বলেও জানিয়ে দিয়েছেন। ভার্নার সব প্রতিযোগিতা মিলিয়ে লেইপঝিগের হয়ে ৩৪টি গোল করেছিলেন গেল মৌসুমে।
ওদিকে এই ম্যাচের আগে অ্যাটলেটি দলে পড়ে করোনার থাবা। দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে ম্যাচই বাতিল হওয়ার উপক্রম হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া এবং ফুলব্যাক সিমে ভ্রাসাহকো করোনা পজিটিভ হলে তাদের রেখেই পর্তুগাল যাত্রা করে অ্যাটলেটিকো।
তবে সবকিছুকে পাশ কাটিয়ে কোয়ার্টার ফাইনালের নকআউট ম্যাচ খেলতে লিসবনে অ্যাটলেটি। আর শেষ ষোলোয় বর্তমান চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী লিভারপুলকে হারিয়ে আসায় বাড়তি প্রেরণা সিমিওনের শিষ্যদের। আর তাই তো দলের সেমিফাইনালে খেলা নিয়ে বেশ আত্মবিশ্বাসী সিমিওনে। হবে নাই বা কেন? প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের যে হারিয়ে এসেছে তারা।
আর ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসরে এটি তাদের পরিচিত মঞ্চ আর সেখানে নতুন আরবি লেইপঝিগ।
দুই দলের সম্ভাব্য একাদশ:
অ্যাটলেটিকো মাদ্রিদ: জান অবলাক, রেনান লোদি, স্টেফান স্যাভিচ, হোসে হিমিনেজ, সান্তিয়াগো অ্যারিয়াস, ইয়ানিক ক্যারাস্কো, সউল নিগুয়েজ, কোকে, মার্কোস লরেন্তে, জাও ফেলিক্স এবং ডিয়েগো সিমিওনে।
আরবি লেইপঝিগ: পিটার গুলাচসি, লুকাস ক্লোস্টারমান,ডায়োট উপামেকানো, মার্সেল হালস্টেনবার্গ, নর্দি মুকিলে, কেভিন ক্যামপ্ল, কোনার্ড লেইমার, অ্যাঞ্জেলিনো, ড্যানিয়েল অলমো, এমিল ফোর্সবার্গ এবং প্যাট্রিক সচিচক।
আরবি লেইপঝিগ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়নস লিগ উয়েফা চ্যাম্পিয়নস লিগ ২০১৯-২০২০ কোয়ার্টার ফাইনাল ডিয়েগো সিমিওনে