বহিষ্কার হয়ে ভেঙে পড়েছেন জকোভিচ
৮ সেপ্টেম্বর ২০২০ ১১:৪৫
ইউএস ওপেন শুরুর আগে প্রস্তুতিটা নিয়েছিলেন দুর্দান্ত। সেই সঙ্গে দুই মহাতারকা রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার আগে থেকেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই টুর্নামেন্ট থেকে। আর তাই তো ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দ্বারপ্রান্তেই ছিলেন জকোভিচ। তবে নিজের রাগকে ধরে রাখতে পারলেন, করে বসলেন একটি ভুল। আর সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়ে গেলেন এই নাম্বার ওয়ান তারকা।
রোববার (৬ সেপ্টেম্বর) স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন বিশ্বের এক নম্বর তারকা নোভাক জকোভিচ বহিষ্কৃত হন। ৩৩ বছর বয়সি এই তারকার সার্ভিস প্রতিপক্ষ ভেঙে দেওয়ার পরে হতাশায় নিজের পকেটে থাকা বল বের করে র্যাকেট দিয়ে পিছনের দিকে মারেন জোকোভিচ। যা গিয়ে লাগে নারী আম্পায়ারের গলায়। আর এমন পরিস্থিতির জন্য খারাপ লাগছে বলে জানায় জকোভিচ। তিনি জানান, ‘পুরো পরিস্থিতির জন্য আমার খুব খারাপ লাগছে। সেই আম্পায়ার কেমন আছেন এখন, জানার চেষ্টা করেছিলাম। ঈশ্বরকে ধন্যবাদ, প্রতিযোগিতার আয়োজকেরা আমায় জানিয়েছেন, তিনি এখন সুস্থ বোধ আছেন। অনিচ্ছাকৃত ভাবে পুরো ঘটনাটা ঘটেছে। যা হয়েছে ঠিক হয়নি। আমি তার নাম প্রকাশ করছি না। তার গোপনীয়তাকে সম্মান দেওয়ার জন্য।’
পড়ুন: ইউএস ওপেন থেকে বহিষ্কার জকোভিচ
এমন ঘটনা ঘটার পর ম্যাচ রেফারি এবং টুর্নামেন্ট সুপারভাইজার কোর্টের ভেতরেই জকোভিচের সঙ্গে কথা বলেন। জকোভিচ নানানভাবে বোঝানোর চেষ্টা করেন যে বিষয়টি অনিচ্ছাকৃত। তবে কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ রেফারি এবং টুর্নামেন্ট সুপারভাইজার টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী জকোভিচকে ‘ডিফল্টেড’ ঘোষণা করেন। ফলে এই যুক্তরাষ্ট্র ওপেনে জোকোভিচ যা র্যাংকিং পয়েন্ট এবং পুরস্কার মূল্য পেয়েছেন সব হারাবেন। এই ঘটনার জন্য তাকে আলাদা করে জরিমানাও করা হতে পারে।
‘‘এ ভাবে বহিষ্কৃত হওয়ার পরে আমায় নিজের হতাশা নিয়ন্ত্রণ করার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এই ঘটনাকে একটা শিক্ষা হিসেবে নিতে হবে। যুক্তরাষ্ট্র ওপেন কর্তৃপক্ষ এবং তার সঙ্গে যুক্ত সবার কাছে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আমার দল, পরিবার এবং আমার ভক্তরা এই সময়ে আমার পাশে যে ভাবে দাঁড়িয়েছে তার জন্য ধন্যবাদ।’-সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন বিবৃতি দিয়েছেন জকোভিচ। সার্বিয়ান তারকা ছিটকে গিয়ে গ্র্যান্ড স্ল্যাম জয়ের পরিসংখ্যানে রজার ফেদেরার (২০) এবং রাফায়েল নাদালের (১৯) আরও কাছাকাছি যাওয়ার সুবর্ণ সুযোগও হারালেন। কারণ, দু’জনের কেউই এ বার খেলছেন না। জোকোভিচ জিতেছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম।
এমন ঘটনার পর অবশ্য টেনিস বিশ্ব দুইভাগে বিভক্ত হয়েছেন, একদল জকোভিচের কড়া সমালোচনা করছেন আর কেউ বলছেন জকোভিচের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত কিছুটা বেশিই হয়ে গেছে।
সাবেক মার্কিন তারকা জন ম্যাকেনরো মনে করেন এই ঘটনার প্রভাব জকোভিচের বাকি খেলোয়াড় জীবনেও পড়বে। তাকে এর পরে ‘ব্যাড বয়’ হিসেবেই খেলে যেতে হবে। মার্টিনা নাভ্রাতিলোভা টুইট করেছেন, ‘বিশ্বাসই করা যায় না এমন একটা কিছু হয়েছে। জকোভিচকে বহিষ্কার করা ছাড়া আর কিছু করার ছিল না। ভাল লাগছে শুনে যে, ওই নারী আম্পায়ার এখন ঠিক আছেন।’
বিলি জিন কিংয়ের লেখেন, ‘নিয়ম মানতেই হবে। যা হয়েছে দুর্ভাগ্যজনক। তবে ঠিক সিদ্ধান্তই নেওয়া হয়েছে।’ টেনিস বিশ্বে বিতর্কে জড়ানোর জন্য বিখ্যাত নিক কিরিয়সের প্রশ্ন, ‘নোভাকের জায়গায় যদি আমি অনিচ্ছাকৃত ভাবে কোনো বল বয় বা গার্লের গলায় আঘাত করে বসতাম, আমাকে কত বছরের নির্বাসনের শাস্তি দেওয়া হত?’
জোকোভিচের ঘটনা দেখে আবার কয়েক জন খেলোয়াড় সতর্কও হচ্ছেন। দু’বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নেয়োমি ওসাকা বলেছেন, ‘অবশ্যই এই ঘটনাটা দেখে আমি আরও সতর্ক হব। সতর্ক হবে অন্য খেলোয়াড়েরাও।’
জোকোভিচ বাদ পড়ে যাওয়ায় ২০১৪ সালের পর এই প্রথম নতুন গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন দেখবে ফ্ল্যাশিং মিডোস। আর ২০১৬ ইউএস ওপেনের পর প্রথমবারের মতো ফেদেরার-নাদাল-জোকোভিচের বাইরে নতুন গ্র্যান্ডস্ল্যামজয়ী পাবে বিশ্ব টেনিস।
ইউএস ওপেনে অংশ নেওয়ার আগে প্রস্তুতিটা বেশ ভালোই সেরেছিলেন নোভাক জকোভিচ। প্রস্তুতিমূলক ওয়েস্টার্ন অ্যান্ড সাউদার্ন ওপেনের শিরোপা জিতেই গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতি সারেন এই নাম্বার ওয়ান তারকা। এই শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে পুরো বছরটা অপরাজেয় হয়েই র্যাংকিংয়ের শীর্ষে থাকলেন তিনি।
ইউএস ওপেন নোভাক জকোভিচ বহিষ্কৃত হয়েছেন ভেঙে পড়েছেন জকোভিচ লাইন আম্পায়ারকে আঘাত করেন