Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেনা ছন্দে ফিরে স্বস্তিতে মিরাজ


১৩ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৭

মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্য সব বিষয়ের সঙ্গে ক্রিকেটও বন্ধ হয়েছিল গত মার্চে। তারপর প্রায় চার মাস সব ধরনের ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। অবশ্য অনেকদিনই হলো অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। কিন্তু প্রতিযোগিতায় ফেরা হয়নি এখনো। ফিটনেস উন্নতি নিয়েই বেশি সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। ব্যাটসম্যানরা বোলারদের মুখোমুখি বা বোলাররা ব্যাটসম্যানদের মুখোমুখি হয়েছেন কমই। তরুণ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ মুখোমুখি বোলিং শুরু করেছেন কিছুদিন হলো। লম্বা বিরতিটা বোলিংয়ের শুরুতে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে জানালেন মিরাজ। তবে তরুণ অলরাউন্ডার এটাও জানালেন, ধীরে ধীরে ফিরে পাচ্ছেন চেনা ছন্দ।

বিজ্ঞাপন

রোববার (১৩ সেপ্টেম্বর) অনুশীলনের ফাঁকে মিরাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেকদিন পর সবাইকে বোলিং করেছি। সব ব্যাটসম্যানকেই মোটামুটি বল করেছি। আমার নিজের কাছে অস্বস্তি লেগেছে, ভাল বল হয়নি। কিন্তু আজকে (রোববার) বোলিং করে একটু ভালো অনুভব করছি। ব্যাটসম্যান যারা আছে তারাও অনেকদিন পর মাঠে নেমেছে, তারাও অনেক ভালো খেলছে। বিশেষ করে আমি যদি আরেকটু ভালো বল করি তাহলে আরও ভালো হবে। আসলে সবাই দ্রুত নিজের জায়গাটায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি সব ব্যাটসম্যান, বোলাররা খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে।’

বিজ্ঞাপন

ফিট থেকে ছন্দে ফেরার চেষ্টা ভালোভাবেই করছেন জানালেন মিরাজ, ‘মিরপুরে অনেকদিন পর বোলিং শুরু করেছি। অন্তত ৫-৬ মাস পর এখানে বোলিং শুরু করেছি। তিন চারদিন হল বোলিং করছি আমি, ভালো লাগছে। কিন্তু অনেকদিন পরে বোলিংয়ে ফিরাতে নিয়ন্ত্রণ থাকছে না, অস্বস্তি লাগছে। তারপরও যতটুক সম্ভব নিজেকে ফিট করে তাড়াতাড়ি মাঠের খেলায় ফেরার চেষ্টা করছি।’

দেশের করোনা পরিস্থিতি আরেকটু কঠিন থাকার সময় অনেক ক্রিকেটারই গ্রামে থেকে নিজ জেলা বা বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করেছেন। মিরাজও তাদের একজন। খুলনায় অনেকদিন অনুশীলন করেছেন তিনি। মিরাজ বললেন, ‘এর আগে খুলনাতে বোলিং করেছি এবং অনুশীলন করেছি। বেশ কয়েকদিন হলো মিরপুরে শুরু করেছি। একটু অস্বস্তি আছে, বোলিং হয়তো ভালো হচ্ছে না যেটা আমি চাচ্ছি। চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমার নিজের জায়গায় বোলিংটা আনার জন্য।’

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ বিসিবি মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর