Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হলেন মিরাজ


১০ অক্টোবর ২০২০ ১৪:০০ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৪:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবা হলেন জাতীয় দলের তরুণ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজ নিজেই। তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা”লার’

অনেকদিন ধরে ধাম ঝড়ানো অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেটাররা। মিরাজ নিজেও টানা অনুশীলন করছিলেন। তবে কিছুদিন ধরে টাইগারদের স্কিল ট্রেনিং ক্যাম্পে দেখা যাচ্ছিল না তরুণ ক্রিকেটারকে। পরে জানা যায় অন্তঃসত্তা স্ত্রীর পাশে থাকাতে দুই সপ্তাহের ছুটি নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পাঁচ বছর প্রেম করার পর গত বছরের মার্চে খুলনার মেয়ে রাবেয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিরাজ।

বাংলাদেশ ক্রিকেট বিসিবি মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর