করোনা পরীক্ষায় পাস জাহানারা-সালমরারা
১৫ অক্টোবর ২০২০ ১৬:০৫
গতকাল হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় অনুশীলনে নামার আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাত ক্রিকেটার। কোচ ও ফিজিওসহ মোট সংখ্যাটা ছিল ১০। এক দিন পর পাওয়া প্রতিবেদনে জানা গেল সবাই পরীক্ষায় উতরে গেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির উইমেনস উইং ইনচার্জ তৌহিদ মাহমুদ।
নমুনা দেওয়া সাত ক্রিকেটারের মধ্যে ছিলেন আইপিএলে ডাক পাওয়া দুই টাইগ্রেস জাহানারা আলম ও সালমা খাতুনও। আইপিএলের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে এটাই ছিল তাদের প্রথম করোনা পরীক্ষা। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ভ্রমনের ৭২ ঘণ্টা আগে অর্থাৎ ১৯ অক্টোবর।
৪ থেকে ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ তথা মেয়েদের আইপিএলে খেলবেন লাল সবুজের নারী দলের এই দুই সদস্য। পেসার জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে। আগের আসরেও তিনি এই দলের জার্সি গায়ে নেমেছিলেন। আর সালমা খাতুন খেলবেন সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে হয়ে।
করোনাকালে এই প্রথম নারী দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা হল। জাহানারা-সালমা ছাড়াও মিরপুরে অনুশীলন চালিয়ে যাওয়া বাকি পাঁচ ক্রিকেটার নাহিদা আক্তার, শামামী সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল ও রাবেয়া খান নেগেটিভ হয়েছেন।
ক্রিকেটারদের করোনা পরীক্ষা জাহানারা আলম বাংলাদেশ নারী ক্রিকেট দল সালমা খাতুন