Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুল-সিটির


২২ অক্টোবর ২০২০ ০৪:২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের শুরুটা দারুণ হলো ইংল্যান্ডের বড় ক্লাবগুলোর। গতকাল তারকা সমৃদ্ধ পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে জয় পেয়েছে ইংল্যান্ডের অপর দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পোর্তোর বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানসিটি। অপর ম্যাচে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে আজ প্রথমে পিছিয়ে কিন্তু পড়েছিল ম্যানচেস্টার সিটিই। ম্যাচের চতুর্থ মিনিটে লুইস দিয়াসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় পোর্তো। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক শটে গোল করেন কলম্বিয়ান তারকা।

বিজ্ঞাপন

অবশ্য লিডটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই সিটির রাহিম স্টার্লিংকে ডি-বক্সে ফাউল করেন পোর্তোর ডিফেন্ডার পেপে। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি সার্জিও আগুয়েরো। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গিনদোয়ানকে গোল বঞ্চিত করেন পোর্তো গোলরক্ষক। ৬৫ মিনিটে গিনদোয়ানকে আর আটকানো যায়নি। দারুণ এক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দেন তিনি।

৭৩ মিনিটে ফিল ফোডেনের পাস ধরে সিটির পক্ষে তৃতীয় গোলটা করেন বদলি হিসেবে নামা ফেররান তরেস। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। এ নিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে পোর্তোর বিপক্ষে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিল সিটি। ২০১১-১২ সেশনে প্রথম দেখায় ২-১ গোলে জিতেছিল ইংল্যান্ডের দলটি। ফিরতি দেখায় সিটি জিতেছিল ৪-০ গোলের ব্যবধানে।

এদিকে, লিভারপুল-আয়াক্স ম্যাচে ফলাফল নির্ধারণ হয়েছে আত্মঘাতি গোলে। ৫৪ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে একে অপরের মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে আগ্রাসী হতে দেখা যায়নি কোনো দলকেই। প্রথমার্ধে বড় কোনো পরীক্ষার মুখে পড়তে হয়নি দুই দলের গোলরক্ষককে। দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি করেছিল উভয়পক্ষই। কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ।

বিজ্ঞাপন

এর মধ্যে ৩৫ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। সাদিও মানের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন তিনি। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারক হয়েছে।

আয়াক্স উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ পোর্তো ম্যানচেস্টার সিটি লিভারপুল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর