Saturday 12 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন এর্লিং হালান্ড


২১ নভেম্বর ২০২০ ১৩:০৪

ইতালিয়ান টুট্টোস্পোর্টসের আয়োজনে ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জিতলেন নরওয়ের তরুণ স্ট্রাইকার এর্লিং হালান্ড। মাত্র ২০ বছর বয়সী তরুণ বুরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মাঠ মাতাচ্ছেন এই স্ট্রাইকার। গেল মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের জাও ফেলিক্স এই অ্যাওয়ার্ড জিতেছিলেন। আর ২০২০ সালের ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড গেল হালান্ডের ঝুলিতে। নিশ্চিত করেছে গোল ডটকম।

২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের জন্য বিশেষ এই ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে টুট্টোস্পোর্টস। গত মৌসুম থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসা হালান্ড তাই এই অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে এগিয়েই ছিলেন। তাঁর সঙ্গে ‘গোল্ডেন বয়’ অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে আরও ছিলেন হালান্ডের বুরুশিয়া ডর্টমুন্ডের ইংলিশ সতীর্থ জডান সানচো, বায়ার্ন মিউনিখের হয়ে সদ্য ইউরোপিয়ান ট্রেবলজয়ী আলফোনসো ডেভিস, ম্যানচেস্টার ইউনাইটেডের মেসন গ্রিনউড এবং বার্সেলোনার আনসু ফাতিও।

বিজ্ঞাপন

২০১৯/২০ মৌসুমে হালান্ডের কাছ থেকে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আসে মোট ৪৪টি গোল। এর ভেতর ১৬টি গোল আসে মৌসুমের মাঝ পথে অস্ট্রিয়ান লিগ চ্যাম্পিয়ন সালজবুর্গ থেকে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর, এই সময়ে হালান্ড খেলেন মাত্র ১৮টি ম্যাচ। গেল মৌসুমে কমপক্ষে ১০টি গোল করা বুন্দেস লিগার খেলোয়াড়দের মধ্যে কেবল রবার্ট লেভান্ডোফস্কিই মিনিট প্রতি গোল বেশি করতে পেরেছেন হালান্ডের থেকে। লেভান্ডোফস্কি যেখানে প্রতি ৮১.২ মিনিটে একটি করে গোল করেছেন, সেখানে হালান্ডের একটি গোল করতে সময় লেগেছে ৮১.৭ মিনিট।

গেল মৌসুমে ঝলক দেখিয়ে শুরু করে তা ধরে রেখেছেন ২০২০/২১ মৌসুমেও। চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে ইতোমধ্যেই তিনটি গোলের দেখা পেয়েছেন তিনি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি ম্যাচে করেছেন ১১টি গোল।

বিজ্ঞাপন

এর্লিং হালান্ড গোল্ডেন বয় অ্যাওয়ার্ড নরওয়ের স্ট্রাইকার বুরুশিয়া ডর্টমুন্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ভেজা মাঠে খেলতেই চাননি মেসিরা!
১২ অক্টোবর ২০২৪ ১১:৪৯

সম্পর্কিত খবর